শ্বেতা মিত্র, কলকাতা: শ্বেতা মিত্র, কলকাতা: গোটা দেশ বর্তমানে ভিকি কৌশল অভিনীত ‘Chhaava’-এ মজে রয়েছে। এই সিনেমা ইতিমধ্যেই বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। প্রতিদিন নিত্য নতুন রেকর্ড গড়ছে সিনেমাটি। ওপেনিং-এর দিন থেকে ব্যাপক আয় হচ্ছে সিনেমাটির। ভিকি কৌশলের ‘ছাভা’ প্রথম দিনেই বিশাল ওপেনিং পেয়েছে। কিন্তু এর দ্বিতীয় দিনের সংগ্রহ প্রথম দিনের চেয়ে অনেকটাই বেশি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দ্বিতীয় দিনেও বিরাট আয় ‘ছাবা’-র | Chhaava Box Office Collection |
ছবিটি মুক্তির আগেই এর অগ্রিম বুকিং ভালো রকম হয়েছিল। তাই নিশ্চিত ছিল যে ‘ছাভা’ প্রথম দিনেই ভালো ওপেনিং করবে। কিন্তু দ্বিতীয় দিনে এর আয় দেখে নির্মাতারাও কার্যত অবাক। ‘ছাবা’-এর আয় প্রথম দিন থেকে দ্বিতীয় দিন পর্যন্ত ১৭ শতাংশ নাকি বৃদ্ধি পেয়েছে।হ্যাঁ একদম ঠিক শুনেছেন। স্বাভাবিকভাবেই এহেন খবরে ছবির পরিচালক থেকে শুরু করে কলাকুশলীরা বেজায় খুশি।
রেকর্ড আয় সিনেমার | Chhaava Collection |
ট্রেড ওয়েবসাইট সাকনিল্কের মতে, ‘ছাবা’ দ্বিতীয় দিনে ৩৬.৫ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ, প্রথম দিনে ৩১ কোটি টাকার আয় করা এই ছবিটি এখন পর্যন্ত দেশীয় বক্স অফিসে ৬৭.৫ কোটি টাকার আয় করেছে। তৃতীয় দিন অর্থাৎ রবিবারের কথা বলতে গেলে, খবর লেখার সময় অবধি ছবিটির মোট আয় ৩ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এই সংখ্যা দিনভর আরও বাড়বে। যদি তৃতীয় দিনের আয়ও যোগ করা হয়, তাহলে ‘ছাবা’ এখনও পর্যন্ত মোট ৭০.৪৪ কোটি টাকা আয় করেছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
সিনেমা বিশেষজ্ঞদের মতে, এই সিনেমা ভিকি কৌশলের জীবনের আরও একটি টার্নিং পয়েন্ট হতে পারে। ‘ছাভা’-এর অগ্রিম বুকিং নম্বরগুলিতে কর্পোরেট বুকিং বা ব্লক বুকিংয়ের অভিযোগ আনা হয়েছিল। বলা হয়েছিল যে নির্মাতারা প্রথম দিনের জন্য জালিয়াতি করে টিকিট বুক করেছিলেন। তাই, মানুষ দ্বিতীয় দিনের কালেকশনের জন্য অপেক্ষা করছিল। কিন্তু দ্বিতীয় দিনের কালেকশন দেখে ব্লক বুকিংয়ের ব্যাপারটা বিশ্বাস করা একটু কঠিন। সাম্ভাজি মহারাজের গল্প দেখতে প্রেক্ষাঘরমুখী হয়েছেন সাধারণ মানুষ।
১০০ কোটির ক্লাবে ঢুকবে ‘ছাবা’?
ধারণা করা হচ্ছে, ‘ছাভা’ যদি এই গতিতে আয় করতে থাকে, তাহলে শীঘ্রই এটি ১০০ কোটির ক্লাবে যোগ দেবে। ‘উরি-দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং ‘রাজি’-এর পর, এটি হবে ভিকি কৌশলের ক্যারিয়ারের তৃতীয় ছবি যা ১০০ কোটি রুপি অতিক্রম করবে। তবে, ‘ছাভা’ মাসের প্রথম সোমবার অর্থাৎ ১৭ই ফেব্রুয়ারি চ্যালেঞ্জিং হবে। আজ একটি কর্মদিবস, তাই আমাদের দেখতে হবে এই দিনে ছবিটি কতটা আয় করতে পারে।