ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর, এবার ৩০ হাজার টাকার ক্রেডিট কার্ড বিনামূল্যে দিচ্ছে কেন্দ্র

দেশের ছোট ব্যবসায়ী এবং রাস্তার হকারদের জন্য কেন্দ্র সরকার এবার দারুন একটি প্রকল্প চালু করল। এই প্রকল্পের নাম হল পিএম স্বনিধি যোজনা। করানোর সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনরায় ব্যবসা শুরু করাতে ২০২০ সালে প্রধানমন্ত্রী এই প্রকল্প চালু করেছিল। এবার এই স্কিমে নতুন সুবিধা যোগ করা হল।

এবার যুক্ত করা হল ৩০ হাজার টাকার ক্রেডিট কার্ড। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৫-এর বাজেটে এই কার্ডের ঘোষণা করেছেন। এই ক্রেডিট কার্ড ব্যবহার করে ছোট ব্যবসায়ীরা সহজ শর্তে টাকা নিতে পারবেন এবং প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবেন। 

পিএম স্বনিধি যোজনা কী?

পিএম স্বনিধি যোজনা হলো মাইক্রো ক্রেডিট স্কিম, যার মাধ্যমে দেশের ক্ষুদ্র ব্যবসায়ী, হকার এবং স্ট্রিট ভেন্ডররা সহজ শর্তে ঋণ পান। মূলত যারা ছোট দোকান চালান বা রাস্তায় বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন তারা এই ঋণের সুবিধা নিতে পারেন। 

READ MORE:  SBI-এ বিরাট প্রতারণা, মহিলার অ্যাকাউন্ট থেকে গায়েব ১.৪৬ কোটি

সরকারের দেওয়া একটি রিপোর্ট অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত ৯৪.৩১ লক্ষ ঋণ বিতরণ করা হয়েছে, যার মোট মূল্য ১৩ হাজার ৪২২ কোটি টাকা। 

কীভাবে ঋণ পাবেন?

এই প্রকল্পে তিন ধাপে ঋণ নেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রথম ধাপে আপনি সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দিতে পারবেন। দ্বিতীয় ধাপে ঋণ পরিশোধ করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত পাবেন এবং তৃতীয় ধাপে ভালো লেনদেন থাকলে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন। 

READ MORE:  নতুন ৫০ টাকার নোট আনছে RBI, পুরনো নোট কি বাতিল হয়ে যাবে?

এক্ষেত্রে বলে রাখি, সঠিক সময় ঋণ পরিশোধ করলে সুদে ৭% সরকারি ভর্তুকি মিলবে এবং বার্ষিক ১২০০ টাকার অতিরিক্ত ক্যাশব্যাক মিলবে। এতদিন পর্যন্ত এই স্কিমে শুধুমাত্র নগদ ঋণ দেওয়া হতো। কিন্তু এবার ৩০ হাজার টাকার ইউপিআই লিংকড ক্রেডিট কার্ড দেওয়া হবে, যা সরাসরি ডিজিটাল লেনদেনে সাহায্য করবে।

কারা আবেদন করতে পারবেন?

কেন্দ্র সরকারের এই স্কিমে যেকোন স্ট্রিট ভেন্ডার, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র দোকানদার বা হকার হলেই আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, আবেদন করার জন্য অবশ্যই আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হবে। 

সাধারণ মানুষের জন্য কী সুবিধা?

পিএম স্বনিধি যোজনার ফলে সাধারণ মানুষ যে সুবিধাগুলি পাচ্ছে তা হল-

  • এই প্রকল্পে কোন বড় ব্যাঙ্কের গ্যারান্টি লাগেনা, সহজ শর্তে ঋণ মেলে।
  • সময়মতো ঋণ পরিশোধ করলে ক্যাশব্যাক এবং ৭% ভর্তুকি পাওয়া যায়।
  • ক্রেডিট কার্ডের সুবিধা থাকাই ডিজিটাল লেনদেন আরো সহজ হবে। 
  • প্রথমে ঋণ ঠিকমতো পরিশোধ করতে পারলে ধাপে ধাপে বড় অঙ্কের ঋণ মিলবে।
READ MORE:  LIC Kanyadan Policy: মেয়ের বয়স ২৫ হলেই পাবেন ২২.৫ লক্ষ টাকা, LIC এবার আনল সেরা স্কিম | Life Insurance Corporation Policy For Girl Child

পিএম স্বনিধি যোজনা দেশের লক্ষ লক্ষ ছোট ব্যবসায়ী এবং রাস্তার হকারদের জন্য দারুন একটি উদ্যোগ। এবার ৩০ হাজার টাকার এই ইউপিআই লিংকড ক্রেডিট কার্ড চালু হওয়ায় ডিজিটাল লেনদেন আরো সহজ হবে। তাই আপনি যদি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হন তাহলে এখনই এই স্কিমে আবেদন করুন।

Scroll to Top