লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ছোট্ট ছেলের বড় কীর্তি! মাত্র ১৪ বছর বয়সে শতরান করে বিশ্ব রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

Published on:

আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে তিনি গড়লেন এক নজিরবিহীন কীর্তি—মাত্র ৩৫ বলে শতরান! এই অবিশ্বাস্য ইনিংসটি তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান করে তুলেছে।

গুজরাট টাইটান্সের বিপক্ষে ২১০ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে, বৈভব শুরু থেকেই মারকুটে ব্যাটিং করেন। প্রথম ১৭ বলেই তিনি পঞ্চাশ রান পূর্ণ করেন, এবং এরপর মাত্র আরও ১৮ বল খেলে নিজের শতরান সম্পূর্ণ করেন। তাঁর অপরাজিত ১০১ রান (৩৮ বলে) রাজস্থান রয়্যালসকে ১৫.৫ ওভারে টার্গেট ছুঁতে সাহায্য করে এবং টানা পাঁচ ম্যাচের পরাজয়ের শৃঙ্খল ভেঙে দেয়।

বৈভবের এই অর্জন তাঁকে ক্রিকেটবিশ্বে এক নতুন পরিচিতি এনে দিল। এর আগে, ২০১৩ সালে বিজয় হরি জোল ১৮ বছর বয়সে টি-টোয়েন্টিতে শতরান করেছিলেন। বৈভব সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করলেন মাত্র ১৪ বছর ৩২ দিনে।

এই ইনিংসের মাধ্যমে বৈভব সূর্যবংশী আইপিএলের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন। তালিকার শীর্ষে রয়েছেন ক্রিস গেইল, যিনি ২০১৩ সালে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। বৈভবের ৩৫ বলের শতরান তাকে ইউসুফ পাঠান (৩৭ বল) ও ডেভিড মিলার (৩৮ বল) এর ওপরে স্থান দিয়েছে।

READ MORE:  BCCI: BCCI-র চুক্তিতে ফিরলেন দুই তাবড় তারকা! তালিকায় একাধিক KKR প্লেয়ার! A+ গ্রেডে কজন? | New Central Contract Of BCCI

তাঁর ব্যাটিংয়ে ছিলো নিখুঁত স্ট্রোকপ্লে, সাহসী শট এবং আত্মবিশ্বাসের ঝলক। এই অভাবনীয় পারফরম্যান্সের পর বৈভবকে ভবিষ্যতের তারকা হিসেবেই দেখা হচ্ছে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, বৈভব সূর্যবংশীর হাতে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ অনেকটাই নিরাপদ।

আইপিএল ২০২৫ এর এই মুহূর্তটি শুধু রাজস্থান রয়্যালসের জন্য নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্য এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

READ MORE:  Calcutta Premier Hockey League 2025: ফের মোহনবাগানের কাছে পরাস্ত ইস্টবেঙ্গল, ডার্বি জিতে ট্রফি কাঁধে তুলল সবুজ মেরুন | Mohun Bagan Wins Calcutta Premier Hockey League 2025
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.