জিও নাকি এয়ারটেল, দীর্ঘমেয়াদী সুবিধার জন্যে কোন প্ল্যানটি সেরা?

জিও এবং এয়ারটেল ভারতের দুটি প্রধান টেলিকম কোম্পানি। তারা প্রতিনিয়ত গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান নিয়ে আসছে। সম্প্রতি সংস্থাগুলি দুটি নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে। সেগুলি হল, জিওর ৯৯৯ টাকার প্ল্যান এবং এয়ারটেলের ৯৭৬ টাকার প্ল্যান। এখন প্রশ্ন হল, কোন প্ল্যানটি বেশি উপকারী? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। 

জিওর ৯৯৯ টাকার প্ল্যানে কী সুবিধা থাকছে? 

জিওর ৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা যে সমস্ত সুবিধাগুলি পাবে সেগুলি হল-

  • এই প্ল্যানের বৈধতা থাকবে ৯৮ দিন।
  • প্রতিদিন ২ জিবি করে ডেটার সুবিধা মেলবে। 
  • যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা মিলবে। 
  • প্রতিদিন ১০০টি করে এসএমএস এর সুবিধা মিলবে। 
  • এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে জিও ৫জি আনলিমিটেড ডেটা দেওয়া হবে এবং জিও টিভি ও জিও ক্লাউডের অ্যাক্সেস দেওয়া হবে।
READ MORE:  ছোট ব্যবসায়ীদের জন্য বড় সুখবর, গ্যারান্টি ছাড়াই ২.৫ লক্ষ টাকা ঋণ দিচ্ছে মোদি সরকার

এয়ারটেলের ৯৭৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা মিলছে?

এয়ারটেল তাদের ৯৭৯ টাকার প্ল্যানে যে সমস্ত সুবিধাগুলি প্রদান করছে সেগুলি হল-

  • এই প্ল্যানের মেয়াদ থাকছে ৮৪ দিন।
  • এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা দেওয়া হচ্ছে। 
  • এই প্ল্যানে আনলিমিটেড কলিং-এর সুবিধা দেওয়া হচ্ছে। অর্থাৎ, যেকোন নেটওয়ার্কে সীমাহীন কথা বলা যাবে। 
  • প্রতিদিন ১০০টি করে এসএমএস এর সুবিধা দেওয়া হচ্ছে। 
  • এছাড়া অতিরিক্ত সুবিধা হিসাবে Airtel Xstream Play Premium অ্যাক্সেস দেওয়া হচ্ছে, যেখানে ২২টির বেশি ওটিটি কনটেন্ট দেখা যাবে। 
  • এয়ারটেল ৫জি আনলিমিটেড ডেটার সুবিধা প্রদান করা হচ্ছে।
  • এয়ারটেল থ্যাংকস বেনিফিটস এবং ফ্রি হ্যালোটিউনসের সুবিধা প্রদান করা হচ্ছে।
READ MORE:  8th Pay Commission: DA তো হলই, এবার কর্মীরা পাবে পদোন্নতির বেশি সুযোগ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় খবর | This Time, Employees Will Get More Opportunities For Promotion

কোন প্ল্যানটি আপনার জন্য সেরা?

দামের দিক থেকে এয়ারটেলের প্ল্যানটি জিওর থেকে ২০ টাকা সস্তা। তবে বৈধতার দিক থেকে জিও ১৪ দিন বেশি ব্যবহার করার সুযোগ দিচ্ছে। ডেটার কথা বললে দুই প্ল্যানেই প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাচ্ছে। তবে অতিরিক্ত সুবিধা হিসেবে জিওর প্ল্যানে জিও টিভি এবং জিও ক্লাউডের অ্যাক্সেস থাকছে এবং এয়ারটেলের প্ল্যানে Airtel Xstream Play Premium-এর সুবিধা থাকছে। 

READ MORE:  WB Land Dept. Clerk Recruitment 2025: রাজ্যের যেকোনো জেলা থেকে আবেদন, ভূমি দফতরে একাধিক নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার | Government Of West Bengal Job

যদি আপনি বেশিদিন রিচার্জ না করে ব্যবহার করতে চান, তাহলে জিওর ৯৯৯ টাকার প্ল্যানটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। কিন্তু আপনি যদি ওটিটি কন্টেন্ট বেশি দেখতে বেশি পছন্দ করেন, তাহলে এই এয়ারটেলের ৯৭৯ টাকার প্ল্যানটি আপনার জন্য সেরা বিকল্প।

Scroll to Top