লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

জেরক্স নিয়ে ঘোরার দিন শেষ, এবার Aadhaar App আনল সরকার! মিলবে একগুচ্ছ সুবিধা

Published on:

সহেলি সাঁতরা, কলকাতা: নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বড় চমক দিল কেন্দ্র। এবার আধার কার্ড সংক্রান্ত লঞ্চ হল নয়া অ্যাপ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর কারণে আগামী দিন থেকে আর আপনাকে আধার কার্ডের জেরক্স বোগলদাবা করে ঘুরতে হবে না। এই অ্যাপ থাকলেই কাজ হবে। লঞ্চ হয়েছে Aadhaar App। এর ফলে ব্যবহারকারীদের আধার সম্পর্কিত তথ্য যাচাই করার জন্য কোনও ফিজিক্যাল কার্ড বা ফটোকপির প্রয়োজন হবে না।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

Aadhaar App লঞ্চ করল কেন্দ্র

এই Aadhaar App লঞ্চের ব্যাপারে বিশেষ তথ্য ভাগ করে নিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। X-এ প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে যে এই অ্যাপের মাধ্যমে ফেস আইডি প্রমাণীকরণ সম্ভব হবে এবং ব্যবহারকারীর সম্মতিতে ডেটা নিরাপদে ভাগ করা হবে। বর্তমানে এই অ্যাপটি বিটা পরীক্ষার পর্যায়ে রয়েছে, যা আধার যাচাইকরণকে আরও উন্নত করার জন্য কাজ করছে। এটি ব্যবহারকারীদের গোপনীয়তা বৃদ্ধি করবে এবং আধারের অপব্যবহারও রোধ করবে।

READ MORE:  মাত্র ৩ ঘণ্টায় কলকাতা থেকে দেওঘর, ৬০ হাজার কোটি ব্যয়ে তৈরি হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে

নতুন আধার অ্যাপের ফিচার কী কী?

১) ব্যবহারকারীরা এখন তাদের ইচ্ছামতো শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য শেয়ার করতে পারবেন, যাতে তাদের ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

২) UPI পেমেন্টে যেমন QR কোড স্ক্যান করা হয়, আধার যাচাইকরণও এখন সমানভাবে সহজ হবে।

৩) এখন আধারের ফটোকপি বা স্ক্যানের প্রয়োজন হবে না, সবকিছু অ্যাপের মাধ্যমেই করা হবে।

READ MORE:  ৬ মিনিটের জন্য স্তব্ধ হয় হৃদপিণ্ড! মৃত্যুকে চাক্ষুষ করে বেঁচে ফিরলেন ব্যক্তি, কি জানালেন তিনি?

৪) মোবাইল অ্যাপটিতে মুখ শনাক্তকরণের মাধ্যমে লগইন এবং যাচাইকরণের সুবিধা রয়েছে, যা নিরাপত্তা আরও বৃদ্ধি করে।

৫) – এখন হোটেল, দোকান বা ভ্রমণ চেকপয়েন্টে আধারের কপি দেওয়ার প্রয়োজন হবে না।

৬) ১০০% প্রক্রিয়া ডিজিটাল এবং আপনার পরিচয় সম্পূর্ণ নিরাপদ থাকবে।

৭) এই অ্যাপের মাধ্যমে, আধার কার্ড সম্পর্কিত তথ্যের অপব্যবহার বা ফাঁস হওয়ার ঝুঁকিও হ্রাস পাবে।

READ MORE:  Air Conditioner: ইনভার্টার নাকি নন-ইনভার্টার AC, বিদ্যুৎ বাঁচাতে কোনটা সেরা? কেনার সময় করবেন না ভুল | Inverter AC Vs Non Inverter AC

৮) আধার তথ্যের সাথে কোনও ধরণের হস্তক্ষেপ বা কোনও ধরণের জালিয়াতি এখন সম্ভব হবে না।

৯) আধার যাচাইকরণ খুব অল্প সময়ে এবং সহজ পদ্ধতিতে করা যেতে পারে।

১০) পুরনো পদ্ধতির তুলনায়, এতে ব্যবহারকারীর গোপনীয়তা আরও শক্তিশালী হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.