জ্বলজ্বল করবে মুখ, গরমকালে ‘এটি’ লাগিয়ে দেখুন, তিন দিনে ত্বক হয়ে যাবে উজ্জ্বল

Skin Care Tips: আজকাল প্রায় সবাইকেই কাজের জন্য বাইরে বেরোতে হয়। কিন্তু বাইরে থেকে বাড়ি আসার পরেই বোঝা যায় ত্বকের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে অন্য সময় থেকে। প্রতিদিনের ঝড়ঝাপটা এবং রোদ জলে একেবারে মুখ জ্বলে যায়। ফলে স্বাভাবিক জেল্লা হারিয়ে ফেলেন অনেকেই। কারো আবার ত্বকে দাগ পড়ে যাওয়ার সমস্যা থাকে। তবে আপনি কিছু ঘরোয়া প্রতিকার ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খুবই সহজে। সূর্যের রশ্মি চোখ চুল এবং শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে থাকে। রোদের কারণে অনেক সময় ত্বকের রং নষ্ট হয়, দীপ্তি কমে যায় এবং হাত পায়ে দাগ পড়ে যায়।

READ MORE:  আর ব্যবহার করতে হবে না কসমেটিক্স, কাঁচের মতো উজ্জ্বল ত্বক পেতে ব্যভার করুন রান্নাঘরের এই জিনিস

ত্বকের যত্ন

তবে আপনি যদি আপনার ত্বক পরিষ্কার করার জন্য সাবান বা অন্য কিছু ব্যবহার করেন তাহলে কিন্তু ত্বক পরিষ্কার হবে না কিন্তু অনেক সময় আপনার ত্বকে এলার্জি হয়ে যাওয়ার সমস্যা হতে পারে। আবার কেমিক্যাল সমৃদ্ধ নানা নামিদামি প্রোডাক্ট যথেষ্ট ব্যয়বহুল হয়ে থাকে। আর তার সাথেই নানা রকমের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই ধরনের প্রোডাক্টের। সেক্ষেত্রে যত দামি ক্রিম ব্যবহার করা হোক না কেন ত্বকে সমস্যা হতে পারে। উপরন্তু বাইরের কালি ভাব দূর করতে এবং ত্বক উজ্জ্বল করতে এই ধরনের ক্রিম খুব একটা বেশি ভালো কাজ করে না। কিন্তু কয়েকটি ভারতীয় ঘরোয়া প্রতিকার রয়েছে যেগুলো আপনি আপনার ত্বকে লাগিয়ে আপনার স্বাভাবিক রং ফিরিয়ে আনতে পারেন। আজকে আমরা সেই সমস্ত পদ্ধতির ব্যাপারে আলোচনা করতে চলেছি।

READ MORE:  সবুজ এই পাতার টোটকা একেবারে অসাধারণ, মাত্র ১৫ দিনে পেয়ে যান একেবারে চাঁদের মত ঔজ্জ্বল্য

প্রাকৃতিক পদ্ধতি

ত্বকের ক্যানিং দূর করার জন্য আপনি হলুদ এবং চিনা বাদাম দিয়ে তৈরি একটা বিশেষ প্যাক ব্যবহার করতে পারেন। এটি তৈরি করতে গেলে আপনাকে দুই চামচ বেসন আর চামচ হলুদ এবং দুই চামচ কাঁচা দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই পেজ আপনাকে ১০ মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখতে হবে। তাহলেই আপনি ভালো এবং উজ্জ্বল ত্বক পেয়ে যাবেন। এছাড়াও আরো অনেক প্রতিকার রয়েছে। একটি পাত্রে এক চামচ দই ১ চামচ টমেটো পেষা পাল্প একসাথে মিশিয়ে ট্যানিং এর জায়গাতে এই পেস্ট লাগাতে পারেন তারপর কুড়ি মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন। এটা আপনি সপ্তাহে যদি চারদিন করতে পারেন তাহলেও কিন্তু আপনার ত্বক উজ্জ্বল হয়ে যাবে। তবে এই সমস্ত উপকার ব্যবহারের আগে আপনার ত্বকে প্যাচ একটি পরীক্ষা অবশ্যই করে নেবেন। এই সামগ্রী গুলোর কোনোটিতে যদি কোনরকম এলার্জি হয় তাহলে আপনি সেটা ব্যবহার করবেন না।

READ MORE:  দুধের মতো সাদা ত্বক পেয়ে যাবেন মাত্র ৫ মিনিটে, জেনে নিন এই দুর্দান্ত টিপস

Scroll to Top