টাল সামলাতে পারলেন না, ঘাড়ে পড়ল ২৭০ কেজির রড! প্রয়াত সোনা জয়ী ভরোত্তোলক

বিপদ যে কখন কোথা থেকে কিভাবে চলে আসে তা কেউ জানেনা, রোজ‌ই করেন অনুশীলন কিন্তু হঠাৎ করেই এক দিনের ভুলে চলে গেল প্রাণ। অনুশীলনের সময় ২৭০ কেজি ওজনের বারবেল ঘাড়ে পড়ে মৃত্যু হল স্বর্ণপদকজয়ী ভরত্তোলোক (Powerlifter) যষ্টিকা আচার্যর (Yastika Aacharya)।

মঙ্গলবার অনুশীলন করছিলেন তিনি। আর সেই অনুশীলনের মাঝেই নেমে আসে বিপদ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানেরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে। একা নয় প্রশিক্ষকের সঙ্গেই ছিলেন যষ্টিকা। কিন্তু তা সত্ত্বেও ঘটে গেল বিপদ। সেই দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

READ MORE:  রাম মন্দির থেকে ৩৭০ বাতিল! সবেতেই তিনি, চিনে নিন নয়া মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে

যষ্টিকার প্রশিক্ষণের সময় আশেপাশে দাঁড়িয়ে ছিলেন অনেকেই। কিন্তু কেউই বুঝতে পারেননি ঘটতে চলেছে এত বড় বিপদ। আর যখন বুঝে উঠেছেন তখন সব শেষ। যষ্টিকার ঘাড়ের উপর রড পড়ার সঙ্গে সঙ্গেই ঘাড় ভেঙে যায় তার। বারবেল ছিটকে গিয়ে লাগে প্রশিক্ষকের মুখে। তিনিও পড়ে যান।

যষ্টিকা প্রশিক্ষকের সঙ্গেই প্রশিক্ষণ করছিলেন। ২৭০ কেজি ওজনের বারবেল কাঁধে তোলার পর প্রশিক্ষক যখন থাকে পাওয়ার লিফট করতে বলেন সেই সময় নিজের পায়ের নিয়ন্ত্রণ হারান যষ্টিকা। ঘাড়ের উপর পড়ে যায় রড। তৎক্ষণাৎ মৃত্যু হয় স্বর্ণপদক জয়ী ভরোত্তোলকের।

READ MORE:  বদলে যাবে রিজার্ভ ব্যাঙ্কের নাম? বিরাট দাবি RSS সাধারণ সম্পাদকের

জানা গেছে, দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই যষ্টিকাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ভরত্তোলোকের তাই হাসপাতালে নিয়ে গিয়ে কোন‌ও লাভ হয়নি। চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এই ঘটনার পর বহু নেটিজেন‌ই বলেছেন উপযুক্ত সুরক্ষার অভাব ছিল ওই প্রশিক্ষণ কেন্দ্রে।

 

READ MORE:  ১৪ দফার অঙ্গীকার, এবার মাধ্যমিকের আগে পরীক্ষার্থীদের নিতে হচ্ছে শপথ
Scroll to Top