লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ডিভোর্সের পর নিজের ছেলে ওশকে একার হাতে বড় করছেন পিঙ্কি! নিজের সাফল্যের কৃতিত্ব কাকে দিলেন?

Published on:

করোনাকালীন সময়ে বাংলা বিনোদন দুনিয়ায় যে কয়েকটি নাম খবরের শিরোনাম দখল করেছিল সেই নাম গুলি হল কাঞ্চন মল্লিক, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ও শ্রীময়ী চট্টরাজ।‌ করোনাকালীন সময়ে এই তিনজনের সম্পর্কের এক অদ্ভুত সমীকরণের কথা প্রকাশ্যে আসে। নিজের মেন্টরকে মন দিয়ে বসেন‌ শ্রীময়ী।‌ আর কাঞ্চনেল নতুন নারীতে মেতে ওঠা কিছুটা স্বভাবজাত।‌

ভরা করোনার মাঝে কাঞ্চন- শ্রীময়ীর অবৈধ সম্পর্কের কথা প্রথমবার প্রকাশ্যে এনেছিলেন পিঙ্কি। যদিও সেই সময় পিঙ্কিকেই মিথ্যাবাদী বলেন অধুনা দম্পতি কাঞ্চন- শ্রীময়ী। তাদের দাবি ছিল তাদের বন্ধুত্বের সম্পর্কে দাগ লাগাচ্ছেন পিঙ্কি‌। যদিও পরবর্তীতে পিঙ্কি যে সঠিক এবং কাঞ্চন-শ্রীময়ীর যে অবৈধ সম্পর্ক ছিল তা প্রমাণিত হয়ে যায়। যদিও বর্তমানে তাদের সম্পর্ক বৈধ।

READ MORE:  Chirodini Tumi Je Amar: TRP বাড়াতে মোক্ষম চাল, 'চিরদিনই তুমি যে আমার'-এ এন্ট্রি নয়া চরিত্রর | For TRP New Villain Entry In Zee Bangla

এক পুত্র সন্তান সহ শ্রীময়ীকে ছেড়ে দিয়েছিলেন কাঞ্চন। তার হেফাজত নিয়েও লড়াই চলে কাঞ্চন-পিঙ্কির। যদিও ছেলের হেফাজত পান মা। ওশ ভীষণ রকম পরিণত বোধ বুদ্ধি সম্পন্ন ছেলে বলে আগেই জানিয়েছেন পিঙ্কি। বাবার মাকে ছেড়ে যাওয়া, পর মহিলার প্রতি আকর্ষণ, বিয়ে সবই সে জানে। যদিও তা তাকে কোনভাবেই প্রভাবিত করেনি বলেই জানিয়েছিলেন পিঙ্কি।‌

READ MORE:  Bhojpuri Video: আম্রপালি ও নিরাহুয়ার রোমান্টিক গান, হৃদয়ে ভালোবাসার সুরের জাগরণ

গত বছরেই চার হাত এক হয় কাঞ্চন-শ্রীময়ীর। শুধু কী তাই? চলতি বছরেই কন্যা সন্তানের জন্ম দেন শ্রীময়ী‌। অর্থাৎ বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন শ্রীময়ী। অন্যদিকে একা হতেই ছেলেকে বড় করছেন পিঙ্কি। ওশকে ঘিরে তার অনেক স্বপ্ন।মঙ্গলবার ইস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে ইংরেজিতে তিনি বেশ কয়েকটি কথা লেখেন। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের সাফল্যে অবদান রাখে এই সিঙ্গেল শট।’ এখানে শট বলতে অভিনেত্রী এসপ্রেসো শটেরই কথাই উল্লেখ করেছেন। কারণ ফোটোগুলি তোলা কফি শপে।

READ MORE:  মহাকুম্ভে অপরাজিতা আঢ্য! নিজের মনবাসনা জানিয়ে প্রদীপ ভাসালেন অভিনেত্রী

 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.