তিন বছর পর বাজারে ফিরছে শাওমির এই ফোন, তুঙ্গে জল্পনা

শাওমি তাদের শেষ “S Pro’ স্মার্টফোন ২০২২ সালে লঞ্চ করেছিল। পরের দুই বছর Xiaomi 13 এবং 14 ফ্ল্যাগশিপ সিরিজে ওই নামে কোনও মোবাইল ফোন আসেনি। তবে এখন আশার আলো দেখিয়ে দাবি করা হয়েছে যে, অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছর Xiaomi 15 সিরিজে ওই মডেল যুক্ত হতে পারে৷।

Xiaomi 15S Pro নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। গত বছরের আগস্টে IMEI ডেটাবেসে 25042PN24C মডেল নম্বর যুক্ত ডিভাইসটিই Xiaomi 15S বলে জানা গিয়েছিল। আর এখন একই মডেল নম্বর চীনের 3C সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গিয়েছে। ওই প্ল্যাটফর্মের লিস্টিং অনুযায়ী, শাওমির আপকামিং ফোনটিতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। উল্লেখ্য, Xiaomi 15 Pro-র ব্যাটারিও একই স্পিড অফার করে।

READ MORE:  iPhone 16e Price: ফাটাফাটি সুযোগ, লঞ্চ হওয়ার এক মাস না যেতেই iPhone 16e মিলছে ২১ হাজার টাকা ডিসকাউন্টে | iPhone 16e Rs 21000 Discount

তবে সার্টিফিকেশন ডিটেলসে অনুপস্থিত একটি বৈশিষ্ট্য হল স্যাটেলাইট কানেক্টিভিটি। Xiaomi 15 Pro টু-ওয়ে বা দ্বিমুখী স্যাটেলাইট যোগাযোগ সমর্থন করে। কিন্তু Xiaomi 15S Pro মডেলে উক্ত ব্যবস্থা থাকবে কিনা, সেটা এখনও স্পষ্ট নয়। সার্টিফিকেশন নতুন ফোনটির সম্পর্কে সামান্য ধারণা দিয়েছে। ডিজাইন, হার্ডওয়্যার সহ অন্যান্য স্পেসিফিকেশনগুলি এখনও অজানা থেকে গিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে Xiaomi 12 Pro-র আরও উন্নত বা প্রিমিয়াম ভার্সন হিসাবে Xiaomi 12S Pro লঞ্চ হয়েছিল। এতে Snapdragon 8+ Gen 1 চিপসেটের পরিবর্তে Snapdragon 8+ Gen 1 প্রসেসর রয়েছে। পাশাপাশি, ক্যামেরা ও ডিসপ্লেতে আপগ্রেড বর্তমান। যার ফলে বিভিন্ন ক্ষেত্রে 15 Pro মডেলটির থেকে উন্নত প্রযুক্তি অফার করতে পারে Xiaomi 15S Pro।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Flipkart Valentines Day Sale: ভ্যালেন্টাইনস ডে সেলে অনেক সস্তায় ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Motorola ফোন | 50MP Selfie Camera Offer
Scroll to Top