প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের ব্যস্ততম পথগুলির মধ্যে অন্যতম হল ইএম বাইপাস (EM Bypass)। এই এলাকা দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবেও বিবেচিত। কিছুদিন আগেই অভিষিক্তা মোড়ে একটি দুর্ঘটনা ঘটেছিল। আর আগেই এই রুটে একাধিক দুর্ঘটনার খবর উঠে এসেছিল খবরের শিরোনামে। যার ফলে তিলজলা এবং পঞ্চান্নগ্রাম এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল পথচারীদের জন্য একটি আন্ডারপাস তৈরি করা। যা বয়স্ক নাগরিক এবং শিশুদের জন্য বেশ সহজ হবে। আর এবার সেই নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেএমডিএ।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
বন্ধ হতে চলেছে ইএম বাইপাসের রাস্তা!
ইএম বাইপাসটি অনেক চওড়া হওয়ায় রাস্তা পারাপার করা বেশ কঠিন হয়ে পড়ছে। তাই সেক্ষেত্রে সাবওয়ে তৈরি করার অনুরোধ করে আসছে স্থানীয়রা। সেই কারণে এবার আম্বেদকর সেতুর কাছে উত্তর পঞ্চান্নগ্রাম ক্রসিংয়ের কাছে একটি পরিত্যক্ত কালভার্টকেই টার্গেট করা হচ্ছে। সূত্রের খবর এই কালভার্ট দিয়ে আগে সেচের জল প্রবাহিত হত। কিন্তু বছরের পর বছর ধরে এখন দিয়ে জল প্রবাহিত না হওয়ায় সেটি পরিত্যক্ত হয়ে রয়েছে। তাই এই কালভার্টকে কাজে লাগানোর জন্য নানা পরিকল্পনা করা হয়েছে। অবশেষে পথচারীদের পারাপারের সুবিধার্থে এই কালভার্টকে সাবওয়েতে রূপান্তর করা হচ্ছে। আর সেই কাজের জন্যই ইএম বাইপাসের রাস্তা আংশিকভাবে বন্ধ রাখার অনুমতি চেয়েছে কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ।
আবেদন পাঠানো হয়েছে লালবাজারে
অন্যদিকে সরকারি আধিকারিক সূত্রে জানা গিয়েছে, সাবওয়ের জন্য বেশ কিছুটা অংশে নির্মাণকাজ করতে হবে। সমীক্ষা করে দেখা গিয়েছে সার্ভিস লেন থেকে বাইপাসের প্রস্থ বরাবর ৪ মিটার থেকে ৫ মিটার পর্যন্ত রাস্তার অংশ খনন করা হবে। ফলে উত্তর পঞ্চান্নগ্রাম ক্রসিংয়ের কাছে ইএম বাইপাসে রাস্তা আংশিক বন্ধ রাখতে হবে। কেএমডিএ ওই কাজের জন্য প্রায় তিন মাস রাস্তা বন্ধ রাখার জন্য অনুরোধ করেছে। ইতিমধ্যেই তিলজলা ট্র্যাফিক গার্ডের আধিকারিকরা রাস্তা বন্ধের অনুরোধ লালবাজারে পাঠিয়েছে। তবে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আসলে চূড়ান্ত অনুমোদনের আগে একাধিক বিষয় বিবেচনা করা হবে বলে মনে করছে লালবাজার কর্তৃপক্ষ। কারণ ইএম বাইপাসের যে অংশে রাস্তা বন্ধের জন্য আবেদন করা হয়েছে, সেটি অত্যন্ত ব্যস্ততম অংশ। তার উপর বর্ষাকালে সাবওয়ের কাজ আরও মন্থর গতিতে হবে বলেও আশঙ্কা করা হচ্ছে যার ফলে রাস্তা বন্ধের সময় আরও বাড়তে পারে। এদিকে, মেট্রোর তরফেও চিংড়িঘাটা ক্রসিংয়ে রাস্তা বন্ধের অনুমতি চেয়েছে কেএমডিএ। ফলে এত অল্প সময়ের ব্যবধানে ইএম বাইপাসে রাস্তা বন্ধ হলে ট্রাফিক নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।