তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত! বাংলায় হবে টানা বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

চলছে ফেব্রুয়ারি মাস। ঘরে ঘরে চলতে শুরু করেছে পাখা। কখনও বইছে ঠান্ডা হাওয়া আবার কখন‌ও লাগছে গরম। রোদের তেজ‌ও বেশ জোরালো। এক অদ্ভুত আবহাওয়ার মধ্যে রয়েছি আমরা। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বেড়েছে তাপমাত্রা। আর এমতবস্থায় আবহাওয়া দফতর জানাচ্ছে রয়েছে জোরালো বৃষ্টির সম্ভাবনা।

তবে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। সেই সঙ্গে চলবে টানা বৃষ্টিপাত। চলতি সপ্তাহের বুধবার থেকে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

READ MORE:  ভোররাতে গুলির লড়াইয়ে খতম ১৩ মাওবাদী, সাফল্যে খুশি মহারাষ্ট্র পুলিশ

উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। জানা গেছে, বুধবার থেকে শুরু হবে এই বৃষ্টিপাত। বৃহস্পতিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। ‌ এই বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহের রবিবার পর্যন্ত। ‌

উল্লেখ্য জানা গেছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে বুধবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ‌ বৃহস্পতিবারও বজায় থাকবে বৃষ্টিপাত। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ‌

READ MORE:  বাড়িতে বসেই তৈরি করুন নতুন PAN Card 2.0, জেনে নিন আবেদন প্রক্রিয়া ও সময়সীমা!

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আসাম ও হরিয়ানায় তৈরি হয়েছে এই জোড়া ঘূর্ণাবর্ত। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বৃষ্টিপাত। রবিবার রয়েছে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ বুধে শুরু হয় রবি পর্যন্ত চলবে এই দুর্যোগ।

READ MORE:  ‘মিঞা বা পাকিস্তানি বলে ডাকা কোনও অপরাধ নয়’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Scroll to Top