বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার জবাব পাবে পাকিস্তান! 26 জন নিরপরাধ ভারতীয় পর্যটকের রক্তের প্রতিটা দাগের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়ার কথা বহু আগেই জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই সেইমতো কূটনৈতিক ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নিয়েছে দিল্লি। স্থল, জল ও আকাশ পথে জারি রয়েছে হাই অ্যালার্ট। এহেন আবহে উসকে গেল যুদ্ধের সম্ভাবনা! ভারতীয় নৌ বাহিনীর (Indian Navy) সোশ্যাল পোস্ট ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় নৌসেনা?
শনিবার ভারতীয় নৌ সেনার তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে 5টি ভারতীয় যুদ্ধ জাহাজকে পরপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এমন ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘পাওয়ার ইন ইউনিটি; প্রেজেন্স উইথ পারপাস’। সেই সাথে পোস্টটিতে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়েছে, #MissionReady #AnytimeAnywhereAnyhow।
এমন পোস্ট শেয়ার করে ঠিক কী বোঝাতে চাইছে ভারতীয় নৌ-বাহিনী? তাহলে কি শুরু হবে যুদ্ধ? জলপথ দিয়েই প্রথম আঘাত পাবে পাকিস্তান? কোন পথে যাবে দুই দেশের পারস্পারিক সংঘাত? পহেলাগাঁও জঙ্গি হামলার কড়া জবাব ইতিমধ্যেই ভোগ করছে পাকিস্তান। তাহলে কি এবার শিরেসংক্রান্তি? উত্তর মিলবে সময় হলেই। তবে আপাতত ভারতীয় নৌসেনার এমন সামাজিক পোস্ট নেট মহলে উত্তেজনার পারদ অনেকটাই বাড়িয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
Power in unity; Presence with Purpose
#MissionReady#AnytimeAnywhereAnyhow pic.twitter.com/EOlQFyXFgJ
— IN (@IndiannavyMedia) April 26, 2025
অবশ্যই পড়ুন: মাত্র ০.০৬% ক্ষতি! পাকিস্তান ব্যবসা বন্ধ করায় চিন্তাই নেই ভারতের, ও দেশে কী কী যায়?
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক প্রত্যাঘাত
জঙ্গিদের হাতে 26 জন নিরীহ পর্যটকের প্রাণহানির পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। প্রতিমুহূর্তে নানান সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে পাক মুলুকে প্রত্যাঘাত হানছে দিল্লি। ইতিমধ্যেই ভারত-পাকিস্তান সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করা হয়েছে, দিল্লির পাকিস্তানি দূতাবাস বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র, সেই সাথেই পাকিস্তানি নাগরিকদের ভিসা বন্ধ থেকে শুরু করে সমস্ত পাকিস্তানিকে দেশ ছাড়ার কড়া নির্দেশ দিয়েছে মোদি সরকার।
এছাড়াও আটারি-ওয়াঘা সীমান্ত বন্দর বন্ধ করে দেওয়ার মাধ্যমে দুই দেশের বাণিজ্য আপাতত স্থগিত হয়ে গিয়েছে। ভারতের একাধিক কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি কাশ্মীরের কোণায় কোণায় লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে চলছে চিরুনি তল্লাশি। সব মিলিয়ে, 26 জনের মৃত্যু দেশের জন্য কতটা যন্ত্রণার তা ধীরে ধীরে টের পাচ্ছে পশ্চিম দিকের দেশ।