দাবদাহ থেকে মুক্তি, কমল দক্ষিণবঙ্গের পারদ, বৃষ্টি কয়েক জেলায়! আজকের আবহাওয়া

শ্বেতা মিত্র, কলকাতা: ফের একবার বাংলার তাপমাত্রা (Weather Today) নিম্নমুখী। নতুন করে শীতের আমেজ ফিরে আসায় সকলের মধ্যেই খুশির হাওয়া বইছে। যদিও বেলা বাড়তে না বাড়তে স্বস্তিভাব খুব একটা থাকছে না। তবে ভোরের দিকে ভালোরকম ঠান্ডা থাকছে। এর পাশাপাশি কুয়াশাও থাকছে। যাইহোক, আজ বৃহস্পতিবার সারা বাংলার আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে জেনে নিন ঝটপট।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী দুইদিন দক্ষিণবঙ্গে শীতের আমেজ বৃদ্ধি পাবে। সর্বনিম্ন তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রাও কমে যাওয়ার কিছুটা সম্ভব। সপ্তাহজুড়ে তাপমাত্রার তারতম্য অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেয়েছে, এবং আগামী দুই দিনের মধ্যে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে । তবে সপ্তাহের শেষে তাপমাত্রা আবার বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ।

READ MORE:  Weather today: সরস্বতী পুজোর আগেই ফের জাঁকিয়ে শীত, কতটা নামবে তাপমাত্রা? আজকের আবহাওয়া | South Bengal Winter Weather Report today

আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিনের বেলায় মাঝে মাঝে গরম থাকলেও বেলা কমতেই আরামদায়ক পরিস্থিতি আশা করতে পারেন। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে ।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে একটানা বৃষ্টিপাত হতে পারে । দার্জিলিং ও কালিম্পঙ-এ স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

READ MORE:  Weather Today: ধেয়ে আসছে দুর্যোগ, মঙ্গলে ৩ জেলায় জারি সতর্কতা, আজকের আবহাওয়া | South Bengal Rain Forecast Alert In 3 Districts

আগামীকালের আবহাওয়া

বৃষ্টিপাতের প্রবণতা সত্ত্বেও উত্তরবঙ্গের সামগ্রিক তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আগামী দুই তিনদিন শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।  তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। আকাশ সাফ থাকবে।

Scroll to Top