লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দাম কমলো iPhone 16 Pro এর ২৫৬ জিবি মডেল, অ্যামাজন নাকি ফ্লিপকার্টে সবচেয়ে সস্তা

Updated on:

অ্যাপলের লেটেস্ট স্মার্টফোন সিরিজ হল iPhone 16। এদের উত্তরসূরি সিরিজ আইফোন ১৭ সিরিজ এবছরের সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। অর্থাৎ নতুন আইফোন সিরিজ আসতে এখনও অনেক সময় বাকি, তবে তার আগেই আইফোন ১৬ সিরিজের দাম কমতে শুরু করেছে। এই সিরিজের বেস ভ্যারিয়েন্ট আগেই কম দামে পাওয়া যাচ্ছিল। এখন আবার iPhone 16 Pro সাশ্রয়ী মূল্যে বিক্রি হচ্ছে।

এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সস্তায় কেনা যাবে। ফ্লিপকার্ট এবং অ্যামাজন উভয় ই-কমার্স সাইটে এই আইফোনের উপর ভালো ডিল পাওয়া যাচ্ছে। উভয় প্ল্যাটফর্মে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার রয়েছে।

অ্যামাজনে কম দামে বিক্রি হচ্ছে iPhone 16 Pro

READ MORE:  iPhone 17 Air Design: পাত্তা পাবে না প্রো মডেলও, iPhone 17 Air এর ছবি সামনে আসতেই হইচই ফ্যানদের মধ্যে | iPhone 17 Air Launch Date

আইফোন ১৬ প্রো এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,২৯,৯০০ টাকা। অ্যামাজন এর দাম ৫ শতাংশ কমিয়ে বিক্রি করছে। এররপ এটি ১,২২,৯০০ টাকায় কেনা যাবে। আবার ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এটি ইএমআই-তেও কেনা যাবে। প্রতি মাসে এর ইএমআই শুরু হবে মাত্র ৫,৫৩৭ টাকা থেকে।

এছাড়া এর সাথে লোভনীয় এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। পুরানো ফোন এক্সচেঞ্জ করে আইফোন ১৬ প্রো কিনতে চাইলে সর্বোচ্চ ৫৩,২০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আপনি যদি পুরো এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যান তাহলে আইফোন ১৬ প্রো এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট প্রায় ৬৩,০০০ টাকায় কেনা যাবে।

READ MORE:  দরকারি ফিচার্সের সঙ্গে একঝাঁক অত্যাধুনিক স্মার্টফোন তৈরি করছে Vivo, লঞ্চ হবে শীঘ্রই

আরও পড়ুনঃ মোবাইলে খেলতে পারবেন বড় বড় গেমস! বাজেট-ফ্রেন্ডলি গেমিং ফোন আনল Asus

ফ্লিপকার্টে iPhone 16 Pro এর উপর অফার অফার

আইফোন ১৬ প্রো এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ৭,০০০ টাকা ডিসকাউন্টে ১,২২,৯০০ টাকায় তালিকাভুক্ত। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ফ্লিপকার্ট এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। এখানে ৪১,১৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে।

iPhone 16 Pro এর স্পেসিফিকেশন

আইফোন ১৬ প্রোতে রয়েছে টাইটানিয়াম বডির সঙ্গে গ্লাস ব্যাক প্যানেল ডিজাইন। এটি আইপি৬৮ রেটিং সহ এসেছে, অর্থাৎ এটি জল ও ধুলো প্রতিরোধী। এই স্মার্টফোনে আছে ৬.৩ ইঞ্চি এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর প্যানেল। ডিভাইসটি আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলবে।পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Apple A18 Pro চিপসেট

READ MORE:  iPhone 16 Discount: এমন অফার বারবার আসে না, iPhone 15 এর দামে বিক্রি হচ্ছে iPhone 16, কিনে ফেলুন | Flipkart Big Saving Days Sale

এই ফোনে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, এতে ৪৮ + ১২ + ৪৮ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান।সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই স্মার্টফোনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.