লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দামি ফোল্ডেবল ফোন এবার মিলবে সস্তায়, বড় চমক আনতে চলেছে Samsung

Published on:

Samsung Galaxy FE সিরিজ সাধারণত বাজেট ফ্রেন্ডলি দামে বাজারে আসে। ফ্ল্যাগশিপ ফোনগুলির বিকল্প হিসাবে পরিচিত এই সিরিজ। অপেক্ষাকৃত কম দামে উন্নত ফিচার্স অফার করার জন্য বেশ জনপ্রিয়। দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি এবার সাশ্রয়ী মূল্যের ফ্লিপ-ফোল্ড স্মার্টফোন আনতে চলেছে বলে জল্পনা শোনা যাচ্ছে। এটি Samsung Galaxy Z Flip FE নামে লঞ্চ হতে পারে। এখন ডিভাইসটির স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এটি Galaxy Z Flip 6- এর অনেক বৈশিষ্ট্য ধরে রাখবে বলে দাবি করা হয়েছে।

READ MORE:  Samsung Galaxy A56 A36 Launched India: 6 বছর ধরে মিলবে অ্যান্ড্রয়েড আপডেট, বড় চমক নিয়ে দেশে লঞ্চ হল Samsung Galaxy A56 ও A36 | Samsung Galaxy A56 A36 Price India

পান্ডাফ্ল্যাশ নামে একজন টিপস্টার তার এক্স (সাবেক টুইটার) প্রোফাইলে বলেছেন, স্যামসাং একটি নতুন ফ্লিপ-সিরিজের প্রোটোটাইপ পরীক্ষা করছে। যার চূড়ান্ত নাম অজানা হলেও এটি গ্যালাক্সি জেড ফ্লিপ এফই হতে পারে বলে বোঝা যাচ্ছে। প্রোটোটাইপ মডেলেও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর মতো একই অতি-পাতলা কাচ (UTG) এবং হিঞ্জ (কব্জা) মেকানিজম রয়েছে।

Galaxy Z Flip FE-তেও ৬.৭ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে থাকতে চলেছে বলে তাঁর দাবি। টেস্ট মডেলটির পিক ব্রাইটনেস পৌঁছতে পারে ২৬০০ নিটে। ভালো ইমেজিং ক্ষমতা প্রদানের জন্য ডিভাইসটিতে ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, স্যামসাং এই প্রোটোটাইপে Snapragon চিপসেটের পরিবর্তে নিজস্ব Exynos প্রসেসর ব্যবহার করছে। ফোনটি আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দিয়ে তৈরি, যা স্থায়িত্বের প্রতিশ্রুতি দেয়।

READ MORE:  Vivo T4 5G Launched: বাজারে কাঁপাতে লঞ্চ হল Vivo T4 5G, ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা সহ রয়েছে ৭৩০০mAh ব্যাটারি

স্যামসাং গ্যালাক্সি এফই-র অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে থাকছে ওয়াই-ফাই 6E সাপোর্ট এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং। এতে জেড ফ্লিপ ৬-এর মতোই সেলফি ক্যামেরা ও স্পিকার দেখা যাবে। ডিভাইসটি পরীক্ষামূলকভাবে ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনের প্রাথমিক সংস্করণে রান করছে। যদিও কমার্শিয়াল লঞ্চের উদ্দেশ্যেই এই প্রোটোটাইপটি বানানো হচ্ছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

READ MORE:  ভ্যালেন্টাইনস ডে এর আগে সস্তা হল Flip Phone, এই তিন মডেলে সবচেয়ে বেশি ডিসকাউন্ট

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.