লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দারুণ খবর, 100 জিবি ফ্রি ডেটা ও ইউটিউব প্রিমিয়ামের সঙ্গে বাজারে আসছে এই ফোন

Published on:

Google প্রতি বছর ফ্ল্যাগশিপের পাশাপাশি ‘a’ ব্র্যান্ডেড প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন নিয়ে আসে। তবে এই বছর Pixel 9a অনেক আগেই লঞ্চ হয়ে যেতে পারে। টেক জায়ান্টটি সাধারণত মে মাসের তাদের বার্ষিক I/O সম্মেলনে সাশ্রয়ী মূল্যের a সিরিজ প্রকাশ করে। তবে, এবার Pixel 9a মার্চের শেষে আসার জল্পনা তৈরি হয়েছে। আরও একটি সুখবর হল, ফোনটির সঙ্গে দারুণ কিছু ডিজিটাল উপহার পাওয়া যাবে।

READ MORE:  iPhone Production: আরও কোনঠাসা চীন, ভারতে iPhone এর উৎপাদন দ্বিগুণ করছে Apple | Foxconn Apple Double iPhone Production

Google Pixel 9a-তে একাধিক সারপ্রাইজ

প্রথমেই, গুগল পিক্সেল ৯এ তিন মাসের জন্য বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং তিন মাসের জন্য গুগল ওয়ান প্ল্যানের অধীনে ১০০ জিবি ডেটা থাকবে। অ্যান্ড্রয়েড হেডলাইনসের একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। এছাড়াও, পিক্সেল ৯এ ক্রেতাদের ছয় মাসের জন্য ফিটবিট প্রিমিয়াম সাবস্ক্রিপশনও সরবরাহ করবে গুগল। তবে মনে রাখবেন যে, ফ্রি গুগল ওয়ান সাবস্ক্রিপশনে জেমিনি অ্যাডভান্সড ফিচার্স বা এআই প্রিমিয়াম প্ল্যান অন্তর্ভুক্ত থাকছে না।

READ MORE:  Solar Eclipse 2025: ২৯ মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ, বিশেষ ডুডল তৈরি করল গুগল | Solar Eclipse Time and Date

Google Pixel 9a: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

গুগলের এই ফোনে ৬.২ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে যা ২৭০০ নিট পিক ব্রাইটনেস ও ১,৮০০ নিট এইচডিআর ব্রাইটনেস অফার করবে। ডিসপ্লেটি পিক্সেল ৮এ-এর থেকে আরও বড় হবে। ফোনটিতে ৪৮ মেগাপিক্সেল স্যামসাং জিএন৮ প্রাইমারি ক্যামেরা এবং সনি আইএমএক্স৭১২ আল্ট্রা-ওয়াইড সেন্সর থাকতে পারে। ফ্রন্ট ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা।

READ MORE:  Pan Card Update: প্যান কার্ড আপগ্রেড না করলে কি বন্ধ হয়ে যাবে? জেনে নিন কি বলছে আয়কর বিভাগ

Google Pixel 9a-র প্রসেসরটি খুব সম্ভবত Tensor G4 হবে। এটি Pixel 9 সিরিজে ব্যবহার করা হয়েছে। এছাড়া, নতুন এই হ্যান্ডসেটে ২৩ ওয়াট ওয়্যার্ড, ৭.৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৫,১০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এটি ১৯ মার্চ লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে, আর প্রি-অর্ডার শুরু হবে রিলিজের এক সপ্তাহ আগে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.