লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দিনক্ষণ জানা গেল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের! কীভাবে চেক করবেন রেজাল্ট?

Published on:

মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের (HS Result) দিনক্ষণ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর এই খবর ছড়িয়ে পড়তেই ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা। 

কবে কখন ফল প্রকাশিত হবে?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগামী ৭ই মে, বুধবার দুপুর ১২:৩০ নাগাদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তবে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখতে হবে দুপুর ২টো থেকে।

READ MORE:  Foreclosure Charge: ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আর পড়তে হবে না চাপে, বিরাট বদল আনছে RBI | Foreclosure Charge May Not Be Take By Bank

যারা ভেবেছিলেন যে, মাধ্যমিকের ফল বেরোনোর ঠিক এক সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হবে কিনা তাদের সেই ভাবনা সঠিক। কারণ ২রা মে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে। আর ঠিক তার ৫ দিন পরেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট। তাই এবারও পূর্বের ধারা বজায় রেখে দিলে পর্ষদ।

কীভাবে দেখবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?

একটা সময় শুধু রেজাল্ট মানে খবরের কাগজ আর স্কুলের নোটিশ বোর্ডে ভিড় জমত। এখন সময় পাল্টে গিয়েছে। এখন নিজের স্মার্টফোন বা ল্যাপটপ থেকেই কয়েক ক্লিকে জানা যাবে ফলাফল। শুধু নীচে দেওয়া ধাপগুলি অবলম্বন করুন-

  • প্রথমে যেকোন ব্রাউজারে গিয়ে নীচে দেওয়া ওয়েবসাইটগুলির মধ্যে যেকোন একটি খুলুন। 
  • এরপর আপনার রোল নম্বর এবং জন্মতারিখ সঠিকভাবে লিখে সাবমিট করুন। 
  • এরপর স্ক্রিনে আপনার মার্কশিট চলে আসবে। চাইলে প্রিন্ট আউট করে রাখতে পারেন।
READ MORE:  Stock Market Tips: বিনিয়োগ করলে মালামাল করে দেবে LIC সহ ৪ শেয়ার | Invest In These 4 Share

কোন কোন ওয়েবসাইটে পাওয়া যাবে রেজাল্ট?

শিক্ষা সংসদ যে নোটিশ দিয়েছে, যেখানে একাধিক ওয়েবসাইটের নাম উল্লেখ করা রয়েছে, যেখানে রেজাল্ট দেখা যাবে। যেমন-

মোবাইলেও দেখা যাবে রেজাল্ট

প্রসঙ্গত ফোনেও নীচের অ্যাপগুলি প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখতে পারেন। কারণ সেখানেও রেজাল্ট পাওয়া যাবে। 

  • Jagran Josh
  • WBCHSE Results
  • FastResult
  • TV9 News App
  • iResults – India Board Results
READ MORE:  Gold And Silver Price Today: দিন দিন কমেই চলেছে সোনার দর, আজ ফের পতন! দেখে নিন হলুদ ধাতু ও রুপোর নতুন দাম | Todays Gold And Silver Price

এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর কতজন ছিল?

২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ৫ লক্ষ ৯ হাজারের বেশি ছাত্রছাত্রী। রাজ্যের প্রায় ২০৮৯টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। আর এবার সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফলাফলের জন্য।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.