লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দিনে ১২ ঘন্টা ডিউটি, রেল স্টেশনের বিভিন্ন কাজ অনায়াসে সামলাচ্ছে বিশ্বের প্রথম এআই রোবট

Updated on:

রেলওয়ে স্টেশনে রোবট যদি আপনাকে সাহায্য করে এবং আপনার প্রশ্নের উত্তর দেয় তাহলে কেমন লাগবে? এমন অভিজ্ঞতা যদি পেতে চান তাহলে যেতে হবে চীনে। আসলে চীন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এবং রোবোটিক্সে দ্রুত উন্নতি করছে। চীন ‘Xiaotie’ নামে একটি এআই রোবট তৈরি করেছে, যেটি রেলস্টেশনের যাত্রীদের সাহায্য করছে।

এটি রেলওয়ে ব্যবস্থায় কাজ করা দেশের প্রথম রোবট। রিপোর্ট অনুযায়ী, চায়না রেলওয়ে জিয়ান ব্যুরো গ্রুপ করপোরেশন লিমিটেডের তৈরি এই রোবটটি জিয়ান রেলস্টেশনে দায়িত্ব সামলাচ্ছে। Xiaotie স্প্রিং উৎসবের ভিড় সামলাতে সমর্থ হয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে।

READ MORE:  Vivo T3 Pro 5G Price: খুশির খবর, প্রায় ১০ হাজার টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরার Vivo T3 Pro 5G স্মার্টফোন | Vivo T3 Pro 5G Price Drop 10000 with 50MP Sony Camera

দেড় মিটার লম্বা Xiaotie রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাটেনডেন্টের মতো দেখতে। এই রোবটে আছে ছোট চুল, বড় চোখ এবং একে রেলওয়ে ইউনিফর্ম পরিয়ে আনা হয়েছে। এর নিচের দিকে চাকা রয়েছে, যার সাহায্যে এই রোবটটি চলে। জিওটি স্টেশনে যাত্রীদের কাউন্সেলিং, গাইডেন্স এবং নেভিগেশনের মতো পরিষেবা দেয়। এটি স্টেশনের ভিতরে যাত্রীদের সঠিক জায়গায় দাঁড়াতেও সাহায্য করে।

READ MORE:  UPI New Rules: আজ থেকে এই নম্বরগুলিতে কাজ করবে না UPI, বিপাকে Google Pay, PhonePe ইউজাররা | UPI Stop Working Numbers

রোবটটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করে এবং যাত্রীদের বিভিন্নভাবে সাহায্য করে। যখন এর ব্যাটারি কম থাকে, এটি স্বয়ংক্রিয়ভাবে চার্জিং স্টেশনে পৌঁছে যায়। ভবিষ্যতে, টিকিট চেক করার মতো কাজগুলিতেও সহায়তা করবে এটি। বর্তমানে Xiaotie চীনের রেলওয়ে সিস্টেমে উপস্থিত একমাত্র এআই-চালিত হিউম্যানয়েড রোবট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  OnePlus 13R AI Features: ক্যামেরা হয়ে যাবে ঝাক্কাস, OnePlus এর এই ফোনে এল নতুন সফটওয়্যার আপডেট | OnePlus 13R Getting OxygenOS 15 Update
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.