দুটি সিম ব্যবহারকারীদের জন্য BSNL-এর বিশেষ অফার, এই অফার আর কেউ দিতে পারবে না

বর্তমানে ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরো জোরালো হচ্ছে। প্রতিটি টেলিকম সংস্থা নিজেদের গ্রাহকদের ধরে রাখতে নতুন নতুন অফার নিয়ে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হলে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। যারা একসঙ্গে দুটি সিম ব্যবহার করেন তাদের জন্য BSNL বিশেষ কিছু প্ল্যান চালু করেছে, যা বাজারে থাকা অন্যান্য টেলিকম সংস্থাগুলির থেকে সম্পূর্ণ আলাদা।

দুটি সাশ্রয়ী এবং কার্যকর নতুন প্রিপেইড প্ল্যান 

BSNL এবার দুটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে, যা বিশেষভাবে বাজেট-সচেতন গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এবং যারা মূলত দুটি সিম ব্যবহার করেন।

READ MORE:  5th Pay Commission: রাজ্য সরকারি কর্মীদের দাবি পূরণ! ৪ বা ৭ নয়, একলাফে ১২% বাড়ছে DA | Government Of Jharkhand Hike 12% Dearness Allowance

১) ৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানে BSNL যে সুবিধাগুলি প্রদান করছে সেগুলি হল-

  • এই প্ল্যানের মেয়াদ থাকবে ১৭ দিন।
  • ভারতের যেকোনো নেটওয়ার্কের আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা থাকবে। 
  • এই প্ল্যানটি মুম্বাই এবং দিল্লি ছাড়া সারা দেশে কার্যকর হবে।

২) ৪৩৯ টাকার প্ল্যান 

BSNL এই প্ল্যানের মাধ্যমে যে সুবিধাগুলি প্রদান করছে সেগুলি হল-

  • এই প্ল্যানের মেয়াদ হবে ৯০ দিন।
  • ভারতের যেকোনো নেটওয়ার্ককে আনলিমিটেড কলিং এবং পর্যাপ্ত পরিমাণ ডেটা পরিষেবা প্রদান করা হবে। 

এই প্ল্যানগুলো মূলত তাদের জন্য, যারা দীর্ঘমেয়াদি কলিং সুবিধা চান কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় করতে চান না।

READ MORE:  গরমের ছুটি এবার অর্ধেকের থেকেও কমানো হল, বড় ঘোষণা পর্ষদের

BSNL এর 4G এবং 5G পরিকল্পনা

বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে BSNL ইতিমধ্যেই 4G পরিষেবা চালু করেছে এবং খুব দ্রুতই 5G নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা গ্রহণ করছে। বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় BSNL একটু পিছিয়ে থাকলেও এই নতুন অফার এবং পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে তারা আবারও বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চেষ্টা করছে। 

কেন এই প্ল্যান আপনার জন্য লাভজনক?

  • অন্যান্য কোম্পানির তুলনায় BSNL-এর এই প্ল্যানগুলি বাজেট সাশ্রয়ী।
  • যদি আপনার একটি সিম শুধুমাত্র কলের জন্য এবং অন্যটি ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হয়, তাহলে BSNL এর এই অফার বেশ কার্যকর হতে পারে।
  • নতুন প্ল্যানগুলি ভারতের সব রাজ্যেই পাওয়া যাবে।
  • BSNL এর গ্রাহক পরিষেবা ও বিশ্বস্ততা এখন অনেকটাই বেশি।
READ MORE:  UPS: এপ্রিলেই সরকারি কর্মীদের খুলবে কপাল, DA বৃদ্ধির আগেই ৫০% অবধি বাড়বে পেনশন | From 1st April New Pension Scheme Will Started

BSNL এর এই নতুন প্ল্যান বাজারে প্রতিযোগিতা আরো জোরালো করবে। বিশেষ করে যারা সাশ্রয়ী দামে ভালো পরিষেবা চান। তবে কোন রকম প্ল্যান নেওয়ার আগে আপনার প্রয়োজন বুঝে এবং টেলিকম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা কাস্টমার কেয়ারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিন। BSNL এর এই পদক্ষেপ গ্রাহকদের জন্য কতটা জনপ্রিয় হবে সেটাই এখন দেখার।

Scroll to Top