নতুন Samsung Galaxy S25 Ultra ফোনে ২৬ হাজার টাকা ডিসকাউন্ট, হাতছাড়া করলে পস্তাবেন | Samsung Galaxy S25 Ultra Upgrade Bonus Offer

দক্ষিণ কোরিয়ার টেক ব্র্যান্ড Samsung এখন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আপগ্রেডের দারুন সুযোগ দিচ্ছে। আপনি এখন পুরানো ডিভাইস বদলে ব্র্যান্ডের নতুন Samsung Galaxy S25 Ultra সস্তায় কিনতে পারেন। কারণ সংস্থাটি চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া ডিভাইসের সাথে ১৫,০০০ টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস দিচ্ছে। এর সাথে রয়েছে অতিরিক্ত এক্সচেঞ্জ অফার। তবে মনে রাখবেন যে, ১৫,০০০ টাকা আপগ্রেড বোনাস কেবল স্যামসাং ফোন ব্যবহারকারীরা পাবে, অন্য ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহারকারীদের ১২,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়াও Samsung Galaxy S25 Ultra এখন লোভনীয় ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে।

READ MORE:  Flipkart Valentines Day Sale: পুরো ৭০০০ টাকা ডিসকাউন্টে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi ফোন, ১৯ মিনিটে হবে ফুল চার্জ | Redmi Note 13 Pro Plus 5G Discount

Samsung Galaxy S25 Ultra এর সাথে আপগ্রেড ও ব্যাঙ্ক অফার

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা কেনার সময় এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ১৫,০০০ টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস মিলছে। তবে নন-স্যামসাং ফোন এক্সচেঞ্জ করলে ১২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও প্রতি মাসে ৩,৬১২ টাকার ইএমআই দিয়ে ডিভাইসটি অর্ডার করতে পারেন। উল্লেখ্য, Galaxy S25 Ultra এর দাম শুরু হচ্ছে ১২৯,৯৯৯ টাকা থেকে।

READ MORE:  Samsung Galaxy S25 Ultra কিনলে ঠকবেন? ক্রেতাদের অসন্তোষের মুখে কোম্পানি

Samsung Galaxy S25 Ultra স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাংয়ের সবচেয়ে উন্নত এই ফ্ল্যাগশিপ ফোনে আছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং গ্যালাক্সি এআই সমর্থিত বেশ কয়েকটি এআই ফিচার। এতে গরিলা আর্মার ২ প্রোটেক্টিভ লেয়ার সহ টাইটানিয়াম বডি উপস্থিত। স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ৭ বছরের ধরে সফটওয়্যার আপডেট পাবে। এই ডিভাইসে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে এবং এস-পেন সাপোর্টের পাশাপাশি ব্যাক প্যানেলে ২০০ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এতে রয়েছে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

READ MORE:  Vijay Sale: গল্প নয় সত্যি, এবার আইফোনের স্বপ্নপূরণ, জনপ্রিয় মডেলে প্রায় 15 হাজার টাকা ছাড় | iPhone 16 Pro Price Drop

ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এই ডিভাইসে ৪.৫ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Scroll to Top