নতুন ৫০ টাকা বাজারে আনছে RBI, পুরনো নোট কি বাতিল হবে?

ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) সম্প্রতি নতুন ৫০ টাকার নোট চালু করার ঘোষণা করেছে। তবে অনেকের মনেই প্রশ্ন থাকছে, তাহলে কি পুরনো ৫০ টাকার নোট বাতিল করে দেওয়া হবে? উত্তর হল, না। ৫০ টাকার নোট বাজারে বৈধ থাকবে এবং স্বাভাবিকভাবেই এই নোট দিয়ে লেনদেন করা যাবে।

নতুন নোটে কী পরিবর্তন আসছে?

ভারতীয় রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন ৫০ টাকার নোটে বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে। যদিও নোটের ডিজাইনে কোনরকম পরিবর্তন করা হয়নি। আগের মতোই মহাত্মা গান্ধীর ছবি দিয়েই ডিজাইন করা থাকবে। তাই নতুন নোট চালু করার পরেও পুরনো নোট বাতিল করা হবে না।

READ MORE:  Union Bank Of India Apprentice Recruitment 2025: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ২৬৯১ শূন্যপদে নিয়োগ, অনলাইনে আবেদন চলছে | Union Bank Of India Recruitment

কেন চালু হচ্ছে নতুন নোট?

প্রত্যেকবার নতুন গভর্নর নিয়োগের পর তার স্বাক্ষরিত নতুন মুদ্রা চালু করা হয়। ২০২৪ সালের ডিসেম্বর মাসের সঞ্জয় মালহোত্রা ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে যুক্ত হন। তাই নতুন ৫০ টাকার নোটে তার স্বাক্ষর থাকবে। এটি কেবল একটি নিয়মিত প্রক্রিয়া, যেখানে গভর্নর বদলের সঙ্গে সঙ্গে নতুন মুদ্রা চালু করা হয়।

READ MORE:  সস্তায় মুরগির মাংস কিনছেন? হতে পারে ভয়ংকর বিপদ! মাংস খেলেই এই রোগ ছড়াচ্ছে

সঞ্জয় মালহোত্রা রাজস্থান ক্যাডারের ১৯৯০ ব্যাচের একজন সিনিয়র IAS অফিসার। তিনি অর্থমন্ত্রণালয়ের আর্থিক পরিচয় বিভাগের মুখ্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে তাকে ভারতীয় রিজার্ভ ব্যাংক গভর্নর পদের জন্য মনোনীত করে।

পুরনো ৫০ টাকার নোট কি বাতিল হবে?

অনেকের মনেই প্রশ্ন উঠছে, নতুন নোট আসার পর পুরনো নোট কি বাতিল করে দেওয়া হবে? কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগে থেকে বাজারে থাকা সমস্ত ৫০ টাকার নোট বৈধ থাকবে এবং এই নোটগুলি লেনদেনের কাজে ব্যবহার করা যাবে। তাই আতঙ্কিত হওয়ার কোনরকম কারণ নেই।

READ MORE:  মাত্র ৫৫ টাকা জমা করে প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন, কেন্দ্র নিয়ে এলো সেরা স্কিম

যেহেতু পুরনো নোট বাতিল হচ্ছে না, তাই এই নোটগুলিকে নতুন নোটের মতই ব্যবহার করা যাবে। বাজারে নতুন ৫০ টাকার নোট আসতে কিছুদিন সময় লাগবে। কিন্তু পুরনো নোটের সঙ্গে সমানভাবেই এই নোট চালু থাকবে।

Scroll to Top