আজ আর্ন্তজাতিক নারী দিবস। বিশেষ এই দিনে প্রিয়জনকে উপহার দেওয়ার কথা ভাবছেন? তাহলে ফুল, চকলেট, প্রসাধনী বা অলঙ্কারের বদলে এ বছর উপহারে প্রযুক্তির ছোঁয়া দিতে পারেন। একাধিক নামী ব্র্যান্ড বাজারে এনেছে বেশ কিছু বাজেট ট্যাবলেট, যা কর্মজীবী, শিক্ষার্থী, বা গৃহিণীদের কাজের সঙ্গী কিংবা বিনোদনের মাধ্যম হয়ে উঠতে পারে।
OnePlus Pad Go
যারা কম দামে ট্যাবে ভালো ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য সেরা বিকল্প হতে পারে OnePlus Pad Go। ট্যাবটির ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজের ওয়াই-ফাই মডেল ফ্লিপকার্টে মাত্র ১৬,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যা ব্যাঙ্ক অফার ধরে ১৪,৪৯৯ টাকায় নেমে আসবে। এতে রয়েছে ১১.৩৫ ইঞ্চির ২.৪K এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G99 চিপসেট, ৮,০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
Realme Pad 2 Lite
শক্তিশালী ব্যাটারি ও বড় ডিসপ্লের জন্য Realme Pad 2 Lite জনপ্রিয়। ট্যাবলেটের ৪ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ফ্লিপকার্টে ১২,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার ব্যাঙ্কের ছাড় ধরে ১১,২৪৯ টাকায় কেনা যাবে। এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G99 প্রসেসর, ৮৩৬০ এমএএইচ ব্যাটারি, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Infinix X Pad
সবচেয়ে কম দামে যদি ভাল ফিচারের ট্যাব কিনতে চান, তাহলে Infinix X Pad-এর থেকে ভাল মডেল পাওয়া খুব মুশকিল। এটি বর্তমানে ফ্লিপকার্টে ১১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে, যা ৪ জিবি + ১২৮ জিবি মডেলের দাম। আবার ক্রেডিট কার্ডে প্রায় ৯০০ টাকা ছাড় পাওয়া যাবে। এতে ১১ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৭,০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, ও কোয়াড স্টিরিও স্পিকার রয়েছে।