লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

নিমেষে হবে চার্জ, ১৫ হাজার টাকার মধ্যে Realme 12x ও Vivo T3x সহ সেরা ৫ ফাস্ট চার্জিং স্মার্টফোন | Best 5 Fast Charging Smartphones List Under 15000

Published on:

১৫ হাজার টাকার কমে ভারতে সবথেকে দ্রুত গতিতে চার্জ হয় এমন ৫ ফোনের সন্ধান রইল।

শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ইঁদুর দৌড়ের যুগে সময় কম হাতে! তাই যত সম্ভব দ্রুত ফোন চার্জ করতে চাইছেন ব্যবহারকারীরা। এই অভাব মেটানোর জন্য ফোনে আনা হচ্ছে ফাস্ট চার্জিং প্রযুক্তি। আজ এমন কয়েকটি স্মার্টফোনের সন্ধান রইল, যেগুলির দাম ১৫ হাজার টাকার মধ্যে হলেও, চার্জ করতে পারবে নিমেষে। চলুন জেনে নেওয়া যাক।

Realme 12x

Realme 12x 5G ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে। এই হ্যান্ডসেটের ব্যাটারি ইন-বক্স ৪৫ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করে, যা ৫২ মিনিটে ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করে। ৫,০০০mAh ব্যাটারি, ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, ৫০ এমপি মূল ক্যামেরা এবং ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে।

READ MORE:  Vivo V30e 5G: ৭০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo 5G ফোন, দাম জানলে খুশি হয়ে যাবেন | Vivo V30e 5G Flipkart Offer

Poco M7 Pro

POCO M7 Pro মডেলে আছে ৫১১০mAh ব্যাটারি, যা ৫৩ মিনিটে ২০ থেকে ১০০ শতাংশ চার্জ হয়। এটি ভারতে ১৫ হাজারের মধ্যে উপলব্ধ অন্যতম ফাস্ট চার্জিং স্মার্টফোন। এতে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১২০ হার্টজ, AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ Ultra প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Vivo T3x

Vivo T3x মডেলে পাওয়া যাবে শক্তিশালী ৬০০০mAh ব্যাটারি। এতে ইন-বক্স ৪৪ ওয়াট ফাস্ট চার্জার রয়েছে, যা স্মার্টফোনকে ৬০ মিনিটে ২০ থেকে ১০০ শতাংশ চার্জ করতে পারে। এতে দেওয়া হয়েছে ৬.৭২ ইঞ্চি FHD+ ১২০ হার্টজ IPS LCD ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনের দাম ১৩,৯৯৯ টাকা থেকে শুরু।

READ MORE:  OnePlus 12R Discount: মাত্র ১৮ হাজার টাকায় কিনুন সেরা ক্যামেরার OnePlus 12R, এখানে রয়েছে অবিশ্বাস্য অফার | OnePlus 12R Price

iQOO Z9x

ফোন চার্জের ক্ষেত্রে iQOO Z9x, Vivo T3x এর মতোই দ্রুত চার্জ হয়। এতে আছে ৪৪ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার এবং ৬০০০mAh ব্যাটারি। অন্যান্য ফিচার হিসেবে রয়েছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১২০ হার্টজ আইপিএস এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট, একটি ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

READ MORE:  Samsung Galaxy A36 A56 Launch Date: লঞ্চের আগেই দাম ফাঁস, Samsung Galaxy A56 ও Galaxy A36 কিনতে কত খরচ হবে | Samsung Galaxy A36 A56 Price in India

Realme Narzo 70x

এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০mAh এবং রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, যা ২০ শতাংশ থেকে ১০০ শতাংশ ব্যাটারিকে চার্জ করতে সময় নেয় ৬৪ মিনিট। ফিচার রয়েছে, ৬.৭২-ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD ১২০ হার্টজ প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ চিপসেট, পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনের দাম ১০,৯৯৯ টাকা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.