পড়াশুনায় অত্যন্ত ভালো, স্কুলে যাওয়ার পথে স্বপ্ন ভেঙে চুরমার, করুন পরিণতি ছাত্রীর

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন খবর উন্মুক্ত, অবাধ। খবরের আর কোন গণ্ডি, সীমানা নেই। আর যে কারণে সমস্ত খবর আমাদের হাতের মুঠোয় চলে আসে খুব অনায়াসে। সেই খবরের মধ্যে কিছু খবর আমাদেরকে উতলা করে বিচলিত করে মন খারাপ করায়।

আর এবার সেই রকমই এক মন উতলা করা খবর ফের সামনে এসেছে। মাত্র ১৬ বছর বয়সী এক নাবালিকার মৃত্যুর খবর মন খারাপ করিয়েছে আপামর দেশবাসীর। পড়াশুনায় অত্যন্ত ভালো। লক্ষ্য বিরাট। কিন্তু তারই জীবন হল স্বল্প স্থায়ী।

READ MORE:  মহিলাদের জন্য মোদি সরকারের বিশেষ স্কিম, ২ লক্ষ টাকা বিনিয়োগে পাবেন ৩২ হাজার টাকা সুদ!

পরের বছর মাধ্যমিক দেওয়ার কথা। কিন্তু তার আগেই হঠাৎ করে যেন সব শেষ। স্কুলে যাওয়ার পথেই মৃত্যু হল বছর ষোলোর নাবালিকা শ্রী নিধির। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মন খারাপ করা এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেডি জেলায়। মাত্র ১৬ বছর বয়সের হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছে ওই কন্যা।

কামরেডিতে এক বেসরকারি স্কুলে পড়াশোনা করতে শ্রী নিধি। পড়াশোনায় ভীষণ ভালো আগামী বছর মাধ্যমিক দেওয়ার কথা। হেঁটে স্কুলেই আসছিলেন। আর সেই পথেই অপেক্ষা করছিল মৃত্যু। স্কুলে আসার সময় হঠাৎই বকে ব্যথা অনুভব করেন। আর ক্ষনিকের মধ্যেই মৃত্যু। প্রধান চিকিৎসক বিষয়টি খেয়াল করে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। সিপিআর দেওয়া হয়েছিল কিন্তু কোন‌ও সাড়া দেননি নিধি।

READ MORE:  ভারতরত্ন, নোবেল পাইয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকা প্রতারণা! মুর্শিদাবাদে গ্রেফতার শিক্ষক

প্রথম হাসপাতাল ঘুরে নিধিকে নিয়ে যাওয়া হয় দ্বিতীয় একটি হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।‌ জানিয়ে দেওয়া হয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। সহপাঠীর এমন মর্মান্তিক মৃত্যুতে বিষন্ন স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। বর্তমান সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা যেন অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে বিশেষ করে কম বয়সীদের মধ্যে।

READ MORE:  উত্তরপত্রে লিখতে হবে বিশেষ কোড! উচ্চ মাধ্যমিক শুরুর ৩ দিন আগে নির্দেশিকা WBCHSE-র

 

Scroll to Top