গায়ক বন্ধু অনুপম রায়ের ঘর ভাঙার দায়ে অভিযুক্ত হয়েছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। নেটিজেনদের কাছে তিনি পরম তকমা পান ‘বউ চোর পরম’। বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেছিলেন পরমব্রত। সাময়িক ভাবে সামাজিক মাধ্যমে অনুপমের প্রতি অত্যন্ত সহানুভুতিশীল ছিল। পিয়া আর পরৌমব্রত জুটি বাঁধতে নোংরা কটাক্ষের মুখে পড়তে হয় তাদের।
যদিও এর পরেই অবশ্য বিয়ের পিঁড়িতে বসেন অনুপম। প্রশ্মিতা পালের সঙ্গে নিজের তৃতীয় বিয়ে সেরেছেন গায়ক। বলাই বাহুল্য, নীতি পুলিশদের চোখ রাঙনি, বিদ্রুপকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্বি সংসার করছেন পরমব্রত ও পিয়া।
উল্লেখ্য, প্রাক্তন স্বামী তথা গায়ক অনুপম রায়ের সঙ্গে বিচ্ছেদের পর নতুন জীবন শুরু করেছিলেন সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী। এরপর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নতুন করে ভালোবাসার স্বাদ পান তিনি। বিয়ে করেন। আর বিয়ের বছর পার হতেই এবার এক নতুন ঘোষণা করলেন পিয়া।
কী সেই ঘোষণা জানেন? অভিনেতা পত্নী সোশ্যাল মাধ্যমে জানালেন তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ পোস্ট করে সবাইকে চমকে দেন পিয়া। তা কী সেই বিশেষ পোস্ট? কে আসতে চলেছে পরম-পিয়ার সংসারে? ইতিমধ্যেই পিয়ার পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে দারুণ উত্তেজনা রয়েছে।
কৌতূহলী মনে সবার প্রশ্ন, তবে কী পরিবারে নতুন কোনও অতিথি আসছে নাকি? এরপর জানা যায়, হ্যাঁ পরম-পিয়ার জীবনে এসেছে নতুন এক সদস্য। কে সে? না তবে সে মানব শিশু না হলেও শিশু বটে! সে যে এক বিড়াল ছানা। আসলে নিজের অফিসের সামনে এক অসহায় বিড়ালছানাকে পড়ে থাকতে দেখে বড্ড মায়া হয় পিয়ার। তারপর সেই ছোট্ট প্রাণীটিকে তিনি নিজের বাড়িতে নিয়ে আসেন। সে হয়ে ওঠে পরিবারের নতুন সদস্য। পিয়া ও পরমব্রত দুজনেই পশুপ্রেমী, তাই বিড়ালছানাটিকে সাদরে গ্রহণ করেন।