পরের মাস থেকে গ্যাসের ভর্তুকি বন্ধ হবে, এখনই এই কাজ করুন

দেশের গৃহস্থলীর রান্নার গ্যাস সংযোগে এবার আধার সংযোজন (e-KYC) বাধ্যতামূলক করার কাজ জোরকদমে এগোচ্ছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দিয়েছে যে, এই মাসের মধ্যেই সমস্ত গ্রাহকের গ্যাসের সঙ্গে আধার সংযোগ সম্পন্ন করতে হবে। যদিও নির্দিষ্ট কোন রকম লিখিত সময়সীমা এখনও জানানো হয়নি। তবে ডিস্ট্রিবিউটরদের উপর চাপ দেওয়া হচ্ছে এই কাজ তাড়াতাড়ি সম্পন্ন করার। 

কেন এই সিদ্ধান্ত?

গত বছর অক্টোবর মাসে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, গ্যাস সংযোগে আধার কার্ড লিঙ্ক করার কোনরকম নির্দিষ্ট সময়সীমা নেই। কিন্তু বাস্তবে বিষয়টি ভিন্ন। এখন তেল বিপণন সংস্থাগুলি গ্রাহকদের বাধ্যতামূলক আধার সংযোগ করতে বলেছে এবং এর জন্য ডিস্ট্রিবিউটরদের উপর চাপ দিচ্ছে। 

READ MORE:  রেশনের গম খেয়ে রাতারাতি টাক হয়ে যাচ্ছে বাচ্ছা থেকে বয়স্ক সবাই! এখনই সাবধান হন

বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ৬৫% গ্রাহক তাদের গ্যাস সংযোগে আধার লিঙ্ক করেছেন। তবে এখনো বহু গ্রাহক এই আধার লিঙ্ক করতে বাকি রয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা কঠিন হবে বলে মনে করছেন ডিস্ট্রিবিউটাররা। 

ডিস্ট্রিবিউটরদের বক্তব্য

অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের সহ-সভাপতি বিজন বিশ্বাস এই বিষয়ে জানিয়েছেন, “অনেক গ্রাহক এখনো গ্যাস সংযোগের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেনি। ফলে আমাদের উপর প্রচন্ড চাপ আসছে। ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব আধার লিঙ্ক করতে। বয়স্ক গ্রাহকদের জন্য বাড়িতে গিয়েও আধার সংযোজনের ব্যবস্থা করা হচ্ছে।” 

READ MORE:  DA Hike: এবার মিলবে অতিরিক্ত বেতন, DA, বকেয়া টাকাও! দোলের আগে বড় পদক্ষেপ সরকারের | Dearness Allowance Hike By Government Of Madhya Pradesh

আধার লিঙ্ক না করলে কী হবে?

যদি কোন গ্রাহক আধার লিঙ্ক না করে থাকেন তাহলে তার নিম্নলিখিত সমস্যাগুলি দেখা দিতে পারে- 

  • গ্যাসের ভর্তুকি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে। 
  • ব্যাংক একাউন্টের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হলে ভর্তুকির টাকা গ্রাহকের কাছে না পৌঁছাতে পারে।
  • নতুন গ্যাস বুকিং বা সংযোগ পেতেও সমস্যার সম্মুখীন হতে পারে। 

অন্যান্য তেল সংস্থাগুলির বর্তমান পরিস্থিতি 

ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে এই বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে কোন রকম মন্তব্য করা হয়নি। তবে ভারত পেট্রোলিয়ামের তরফ থেকে এখনো এই বিষয়ে কোনো নির্দেশই আসেনি। ভারত গ্যাস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুকোমল সেন জানিয়েছেন, তাদের সংস্থার পক্ষ থেকে কোনরকম বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়নি। 

READ MORE:  RBI 50 Rs Note: বিরাট বদল, ৫০ টাকার নতুন নোট আনছে RBI, পুরনোটার কী হবে? | Reserve Bank Of India Introducing New Indian 50-rupee Note

গ্রাহকদের প্রতি বার্তা

ডিস্ট্রিবিউটারদের পরামর্শ, যারা এখনো তাদের গ্যাস সংযোগের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি, তারা দ্রুত এই কাজ সম্পন্ন করুন। কারণ বিশেষ করে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তারা দ্রুত যদি এই সমস্যা না মেটান, তাহলে ভবিষ্যতে ভর্তুকির মতো সুবিধা পাবেন না।

Scroll to Top