পশ্চিমবঙ্গের নাম বদলের দাবিতে সরব হল তৃণমূল কংগ্রেস, রাজ্যের নতুন নাম কী হবে?

পশ্চিমবঙ্গের নাম বদলের দাবি নিয়ে আবারো সড়ব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে রাজ্যের নতুন নামকরণ করা হবে ‘বাংলা’, এই প্রস্তাব পেশ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, নতুন নাম রাজ্যের ইতিহাস, সাংস্কৃতি এবং জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে।

রাজ্যের নাম বদলানোর পেছনের কারণ কী?

১৯৪৭ সালে দেশভাগের সময় বাংলাকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। সেগুলি হল-

  • ভারতীয় অংশের নাম হয় পশ্চিমবঙ্গ,
  • অন্য অংশের নাম হয় পূর্ব পাকিস্তান, অর্থাৎ এখনকার বাংলাদেশ।

১৯৭১ সালে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ নামে একটি দেশ গঠন করে। কিন্তু পশ্চিমবঙ্গের নামের সঙ্গে এখনো সেই ঐতিহাসিক প্রেক্ষাপট জড়িয়ে রয়েছে। 

তৃণমূল কংগ্রেসের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট বলে দিয়েছেন, “আজ পূর্ব পাকিস্তান নেই। সেটি বাংলাদেশে পরিণত হয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করা জরুরী।”

READ MORE:  Zilla Parishad Purba Medinipur Recruitment 2025: উচ্চ মাধ্যমিক পাসে গ্রাম পঞ্চায়েত স্তরে মেডিকেল অফিসার নিয়োগ, জারি বিজ্ঞপ্তি | Job In West Bengal

২০১৮ সালের প্রস্তাবে এখনো ঝুলে আছে

২০১৮ সালে পশ্চিমবঙ্গের বিধানসভায় সর্বসম্মতিক্রমে নাম পরিবর্তনের দাবি উঠেছিল। নতুন নাম হিসেবে তিনটি প্রস্তাব রাখা হয়েছিল-

  • বাংলা ভাষায় বাংলা,
  • ইংরেজি ভাষায় বেঙ্গল এবং
  • হিন্দি ভাষায় বঙ্গ। 

তবে কেন্দ্র সরকার এখনও এই বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, “নতুন নাম আমাদের রাজ্যের ইতিহাস এবং সংস্কৃতির প্রতিফলন ঘটাবে। তাই নাম পরিবর্তন করা জরুরী।” 

READ MORE:  মাত্র ১০০০ টাকায় শুরু করুন! মহিলাদের জন্যে সেরা SIP, এককালীন মিলবে লক্ষ লক্ষ টাকা

পূর্ববর্তী নাম পরিবর্তনের উদাহরণ

ভারতে নাম পরিবর্তন করা নতুন ঘটনা নয়। এর আগেও বিভিন্ন রাজ্য এবং শহরের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল-

  • ২০১১ সালে উড়িষ্যা থেকে ওড়িশা করা হয়।
  • ১৯৯৫ সালে বোম্বে থেকে মুম্বাই করা হয়।
  • ১৯৯৬ সালে মাদ্রাজ থেকে চেন্নাই করা হয়। 
  • ২০০১ সালে ক্যালকাটা থেকে কলকাতা করা হয়। 
  • ২০১৪ সালে ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু করা হয়। 

এই ধারাবাহিকতা অনুযায়ী পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার দাবি গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলে। 

কেন্দ্র কী বলছে?

এখনো পর্যন্ত কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের নাম বদলানোর প্রস্তাবকে সম্মত জানায়নি। তবে রাজনৈতিক মহলের মতে লোকসভা ভোটের আগে এই বিষয়টি নিয়ে কেন্দ্র সরকার কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে। 

READ MORE:  Organic Soap Business: দিনে ২ ঘন্টা দিয়ে শুরু করুন পার্ট টাইম ব্যবসা, প্রতিমাসে আয় হবে চাকরির ডবল টাকা | All You Need to Know about Organic Soap Selling Business

তৃণমূলের দাবি

রাজ্যের নাম বদলে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন সরব হয়েছে, তেমনি দলের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবিও পেশ করা হয়েছে। সেগুলি হল- 

  • পেট্রোলে ইথানলের সুবিধা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, 
  • অসমের বরাক নদী খনন করে জলপথ উন্নয়নের দাবি তোলা হয়েছে। 

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিষয়টি রাজ্যের মানুষের পরিচয় এবং সাংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। বাংলা নামটি রাজ্যের ঐতিহ্য এবং আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। তবে কেন্দ্রীয় সরকারের অনুমোদন না আসা পর্যন্ত এই বিষয়ে কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে না।

Scroll to Top