লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

পাকিস্তানে AC-র দাম কত? একটার টাকায় ভারতে হয়ে যাবে মারুতির গাড়ি!

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মতো দেশে কাটাফাটা গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এখন এসি (Air Conditioner) যেন নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে। মাত্র 25 থেকে 30 হাজার টাকায় পাওয়া যাচ্ছে সব দুর্দান্ত ব্র্যান্ডের 1.5 টন এসি। কিন্তু আপনি কি জানেন, প্রতিবেশী দেশ পাকিস্তানে এসি কেনার কথা ভাবলে আপনাকে তিন থেকে চারগুণ টাকা পকেট থেকে খোয়াতে হবে? কি শুনে অবাক হচ্ছেন? চলুন একটু তুলনা করি।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

পাকিস্তানে এসির বাজারে কাদের দখলে?

বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তানে এসির বাজার মূলত চায়না কোম্পানিগুলির দখলে। বিশেষ করে Haier, Midea, TCL এবং Gree ব্র্যান্ডের এসির চাহিদা সবথেকে বেশি। আর পাকিস্তানিরা সাধারণত চায়না ব্র্যান্ডের উপরেই ভরসা রাখে। কারণ অন্যান্য ব্রান্ডের তুলনায় এগুলির দাম তুলনামূলকভাবে কিছুটা কম। তবে কম বলতে যে ভারতের হিসাবে কম, এরকমটা কিন্তু নয়।

READ MORE:  Champions Trophy 2025: পাকিস্তানকে দায়িত্ব দেওয়ার জের? চ্যাম্পিয়নস ট্রফির আগেই ICC থেকে ইস্তফা জয় শাহর সেনাপতির | Jay Shah Deputy Resign From ICC

দাম শুনলে চমকে উঠবেন!

সুত্রের খবর, আপনি যদি পাকিস্তানে একটি Haier ব্র্যান্ডের 4 টন এসি কিনতে চান, তাহলে আপনাকে পকেট থেকে 6,69,999 পাকিস্তানি টাকা বের করতে হবে। পাকিস্তানি মুদ্রায় যা দাম, সেই টাকায় ভারতে একটি মারুতির গাড়ি হয়ে যাবে। যদিও 6,69,999 পাকিস্তানি টাকা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় 2,03,219 টাকা। অথচ ভারতে যদি একই মডেলের একটি এসি কিনতে চান, তাহলে তা চারভাগের একভাগ দামে পাবেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

1.5 টন এসির আকাশছোঁয়া মূল্য

ভারতের বাজারে বেশিরভাগ 1.5 টন এসি 25 থেকে 30 হাজার টাকার মধ্যেই মেলে। কিন্তু পাকিস্তানে সেই এসি কিনতে গেলে খরচ পড়বে 1,69,999 পাকিস্তানি টাকা। একই সূত্র ধরে, ভারতের বাজারে যদি TCL কোম্পানির 2 টন এসি কিনতে চান, তাহলে 40 হাজার টাকা মতো খরচ পড়বে। অথচ পাকিস্তানে সেই একই মডেলের দাম প্রায় 1,95,999 পাকিস্তানি টাকা।

READ MORE:  Champions Trophy 2025: যেই কারণে যশস্বীকে সরিয়ে দিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেলেন বরুণ চক্রবর্তী | Thats Why Varun Chakaravarthy Got Chance Instead Of Yashasvi Jaiswal

ভারত-পাকিস্তানের মুদ্রার পার্থক্য

তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে। ভারতের 1 টাকার সমান পাকিস্তানের 3.30 টাকা। অর্থাৎ, ভারতের তুলনায় পাকিস্তানি মুদ্রার মান অনেকটাই কম। তবুও এসির দাম সেখানে অনেকটাই চড়া, যা ভারতীয় গ্রাহকদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.