পিভিসি আধার কার্ড এখন মাত্র ৫০ টাকায়, কীভাবে ঘরে বসে অর্ডার করবেন?

বর্তমান সময়ে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের জন্য নয়, বরং এটি সরকারি ও বেসরকারি বিভিন্ন পরিষেবা গ্রহণের জন্য অপরিহার্য একটি ডকুমেন্ট। কিন্তু সাধারণ কাগজে প্রিন্ট করা আধার কার্ড খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এছাড়া ভিজে যেতে পারে কিংবা ছিড়ে যেতে পারে। এবার সেই সমস্যার সমাধান করতেই UIDAI চালু করেছে পিভিসি আধার কার্ড।

সবথেকে বড় ব্যাপার হল, আপনি মাত্র ৫০ টাকায় আপনার আধার কার্ডের পিভিসি ভার্শন আপগ্রেড করতে পারবেন, তাও আবার ঘরে বসে। কীভাবে করবেন এবং এই আধার কার্ডে কী কী সুবিধা পাবেন, চলুন বিস্তারিত জানি আজকের প্রতিবেদনে। 

READ MORE:  খেলার মাঠে ‘দাদাগিরি’ চলবে না! IPL ২০২৫ শুরুর আগেই কড়া নিয়ম চালু করছে BCCI

পিভিসি আধার কার্ড কেন গুরুত্বপূর্ণ? 

বর্তমান সময়ে কাগজের আধার কার্ডের থেকে পিভিসি আধার কার্ড বেশি সুবিধা প্রদান করে। যেমন-

  • এই আধার কার্ড প্লাস্টিক দিয়ে তৈরি হওয়ায় অনেক বেশি টেকশই হয় এবং সহজে ভাঙে না।
  • এই কার্ডে QR কোড, মাইক্রো-টেক্সট, হোলোগ্রাম এবং ঘোস্ট ইমেজ যুক্ত রয়েছে, যা সিকিউরিটিকে আরো নিরাপদ করে।
  • ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো খুব সহজেই ওয়ালেটে এই আধার কার্ড রাখা যায় এবং বহন করাও সুবিধাজনক। 
  • এটি UIDAI দ্বারা ইস্যু করা হয়। তাই যেকোন জায়গায় এটি গ্রহণযোগ্য। 

কীভাবে বানাবেন পিভিসি আধার কার্ড?

পিভিসি আধার কার্ড বানানোর জন্য UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হয়। এরজন্যে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান। 
  • এরপর এখানে গিয়ে “My Aadhaar” সেকশনে যান।
  • তারপর “Order Aadhaar PVC Card” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর আপনার ১২ ডিজিটের আধার নাম্বার এবং ক্যাপচা কোড লিখে “Send OTP” অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার নিবন্ধিত মোবাইল নাম্বারে আসা ওটিপি প্রবেশ করে ভেরিফিকেশন করুন। 
  • এরপর আপনার আধারের তথ্য স্ক্রিনে দেখাবে। সঠিক থাকলে “Place Order” অপশনে ক্লিক করুন।
  • এরপর ৫০ টাকা অনলাইনে পেমেন্ট করুন। 
  • পেমেন্ট সম্পন্ন হলে আপনার পিভিসি আধার কার্ড আপনাদের স্পিড পোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। 
  • সাধারণত ১৫ দিনের মধ্যে এই কার্ড ডেলিভারি করে দেওয়া হয়। 
READ MORE:  Business Idea: অল্প বিনিয়োগেই প্রতিমাসে লক্ষ টাকা আয়, ইউনিক এক ব্যবসা করলে ২ মাসেই হবেন মালামাল | Organic Farming And Restaurant Business

পিভিসি আধার কার্ড কেন ব্যবহার করা উচিত?

প্রথমত, পিভিসি আধার কার্ড সাধারণ কাগজের আধার কার্ডের মত সহজে নষ্ট হয় না। এই কার্ড অনেক বেশি টেকসই। দ্বিতীয়ত, নতুন সিকিউরিটি ফিচার থাকার ফলে এটি আরো নিরাপদ। এছাড়া মাত্র ৫০ টাকায় ঘরে বসে এই কার্ড অর্ডার করা যায়। এই কার্ডটি যেকোন সরকারি ও বেসরকারি পরিষেবার জন্য গ্রহণযোগ্য। তাই আর দেরি না করে এখনই পিভিসি আধার কার্ড অর্ডার করুন।

READ MORE:  Gold And Silver Price Today: দোলের আগে সোনা, রুপোর নয়া দাম প্রকাশিত! বাড়ল না কমল? দেখুন আজকের রেট | Gold And Silver New Rate
Scroll to Top