পুণ্য লাভের মাঝেই চলছে দেদার নোংরামি! চড়া দামে বিকোচ্ছে মহিলাদের স্নান, পোশাক বদলের ভিডিও

এই মুহূর্তে ভারতবর্ষে সবথেকে বড় উৎসবের নাম অবশ্যই কুম্ভ মেলা। গত মাসের ১৩ তারিখ থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে চলতি মাসের ২৬শে ফেব্রুয়ারি। ইতিমধ্যেই ভারতবর্ষের সবথেকে বড় পুণ্য অর্জনের এই মেলা হয়ে উঠেছে প্রাণঘাতী। মেলার মধ্যে একাধিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের।

এমনকি মেলায় যাওয়ার জন্য ঘটেছে একাধিক দুর্ঘটনা তাতেও মারা গেছেন বহু মানুষ। শুধু কি তাই? মেলা থেকে ফেরার পথে ঘটেছে একাধিক দুর্ঘটনা ঘটেছে মৃত্যু। অন্যান্য বছরের থেকে চলতি বছরের কুম্ভমেলাকে ঘিরে মানুষজনের মধ্যে উত্তেজনা এক অন্য পর্যায়ে পৌঁছেছে। তার কারণ ১৪৪ বছর পর আসা কুম্ভের যোগ।

READ MORE:  পিছন থেকে গাড়ি এসে সজোরে ধাক্কা! দুর্ঘটনার সম্মুখীন রাহুল দ্রাবিড়, কেমন আছেন তিনি?

উল্লেখ্য, এই বছরের কুম্ভ নাকি মহা কুম্ভ। আর তাই এই বছর স্নান করলে পুন্য অর্জনের মাত্রাও অনেকটাই বেশি।‌ আর সেই জন্যই তো ৫০ কোটি মানুষ ইতিমধ্যেই পৌঁছে গেছেন উত্তর প্রদেশের প্রয়াগরাজে। আর যেখানে প্রচুর মানুষের ভিড় সেখানে অরাজকতা হবে না তা হয় নাকি!

আর এবার মহাকুম্ভে স্নান করতে আসা মহিলাদের আপত্তিকর ছবি আর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই দুটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ব্যবস্থা নিয়েছে পুলিশ। মহাকুম্ভে স্নান করতে আসা মহিলাদের স্নান করা ও পোশাক পরিবর্তনের ভিডিও ভাইরাল করা হচ্ছে। যেখানে বদলে দেওয়া হচ্ছে মহিলাদের মুখ।

READ MORE:  খাবার নিয়ে ঝামেলা! বিয়ে ভাঙতে উদ্যত বরপক্ষ, শেষমেশ পাত্র যা করল

পুণ্য লাভের জন্য আসা মহিলাদের এহেন সম্মানহানি এবং তাদের আপত্তিকর ছবি ভিডিও দেখে ব্যবস্থা নিয়েছে পুলিশ। নেওয়া হয়েছে আইনি পদক্ষেপ। দুটি অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা হলেও আর‌ও বেশ কয়েকটি অ্যাকাউন্ট নজরে রয়েছে পুলিশের‌।‌ উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, বেশ কিছু ইন্সটাগ্রাম প্রোফাইল ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, যেখানে মহিলাদের স্নানের গোপন ভিডি‌ও আপলোড করা হয়েছে।

READ MORE:  Champions Trophy 2025: সব দায় ICC-র! করাচিতে ভারতীয় পতাকা না থাকার আসল কারণ জানাল PCB | Why Indian Flag Not In Karachi Stadium, PCB Blame ICC

 

Scroll to Top