পুণ্য স্নান করে ফেরার পথে মৃত্যু! বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৭ কুম্ভ ফেরত পুণ্যার্থীর

২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ। গোটা ভারতবর্ষ জুড়ে প্রয়াগরাজের মহাকুম্ভে স্নান করে পাপ মোচনের মহা যজ্ঞ চলছে। একাধিক দুর্ঘটনা ঘটে গেছে চলতি বছরের মহাকুম্ভে। কখন‌ও আগুন লেগেছে, পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের, ভিড়ের চাপে কেউ কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মানুষের ঢল কমেনি।

আমজনতা থেকে সেলিব্রেটি পাপ ধুয়ে পূণ্য অর্জনের এই দক্ষযজ্ঞে সামিল হয়েছেন সবাই। তবে কারর কারর মতে এই বছরের মহাকুম্ভ যেন বড্ড দুর্ঘটনাপ্রবণ। মৃত্যু আর মৃত্যু। আর এবার মধ্যপ্রদেশে মহাকুম্ভে পূণ্য স্নান সেরে বাড়ি ফেরার পথে মৃত্যু হল সাত পুণ্যার্থীর। মিনি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে সাতজনের।

READ MORE:  শিক্ষাব্যবস্থায় মারাত্মক ফি বৃদ্ধি! হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার

আজ অর্থাৎ মঙ্গলবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে মধ্যপ্রদেশের জব্বলপুরে।এই দুর্ঘটনার কার্যত খেলনা গাড়ির মতো দুমড়ে মুচড়ে যায় বাসটি। এই ঘটনায় আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক।‌ জানা গেছে, মহাকুম্ভের এই পুণ্যার্থীরা অন্ধ্রপ্রদেশ থেকে বাসে প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়েছিলেন। এরপর ত্রিবেণী সঙ্গমে শাহি স্নান সেরে ফেরার পথে মৃত্যু।

৫ জন পুণ্যার্থী বোঝাই ওই বাসটি মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ মধ্যপ্রদেশের জব্বলপুরে দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে, মাল বোঝাই ওই ট্রাকটি রাস্তার ভুল লেন ধরে চলছিল। আর যার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা।‌প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাফিক আইন অমান্য করে ভুল লেন ধরে চলছিল ওই ট্রাক। আর যে কারণেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। উল্লেখ্য, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর প্রশাসন ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় বাকি যাত্রীদের। যদিও বাকি সবারই অবস্থা আশঙ্কাজনক বলেই জানানো হয়েছে।

READ MORE:  DA Hike: মহার্ঘ্য ভাতা (DA) ৪% বৃদ্ধির ঘোষণা, সরকারি কর্মচারীদের মুখে হাসি

 

Scroll to Top