লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

পেট্রল গাড়ির থেকে 80 শতাংশ সস্তা! 2 ঘন্টা চার্জ দিলে 200 কিমি ছুটবে এই ইলেকট্রিক গাড়ি

Updated on:

গত মাসে অনুষ্ঠিত হয়েছে Bharat Mobility Global Expo। এই গাড়ি মেলায় Gensol Engineering-এর বানানো Gensol EV বিপুল সাড়া ফেলেছে। ইতিমধ্যেই ৩০ হাজার গাড়ির অর্ডার পেয়েছে তারা। মূলত, শহরে যাতায়াতের জন্য কম্প্যাক্ট ইলেকট্রিক গাড়ি Ezio এবং কার্গো ইলেকট্রিক গাড়ি Ezbot এর অর্ডার সংগ্রহ করেছে এই কোম্পানি। দেশে যে সমস্ত ফ্লিট অপারেটর রয়েছে তারাই মূলত গাড়িগুলি প্রি-বুকিং করেছেন।

কোম্পানির দাবি, এই দুই যানবাহনের উদ্বোধন শহুরে যাতায়াতের প্রয়োজনীয়তা পূরণ করবে এবং বিশ্বব্যাপী গ্রহণ ও সম্প্রসারণের জন্য প্রস্তুত। ভারতে বিশ্বমানের পণ্য বিকাশের প্রতি জেনসোল ইভির প্রতিশ্রুতিকে তুলে ধরে দুটি গাড়ি। গাড়িগুলির দরজা দুটি, ভেতরেও দুজন বসতে পারবে। চালানোর খরচ প্রতি কিলোমিটারে ৫০ থেকে ৬০ পয়সা, যা পেট্রোল গাড়ির তুলনায় ৮০ শতাংশ পর্যন্ত কম। Ezio একবার চার্জ করলে ২০০ কিলোমিটার কভার করতে সক্ষম, কোম্পানি বলেছে, ২-৩ ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

READ MORE:  Ola Electric: 320Km রেঞ্জ, দাম ৮০ হাজারেরও কম, নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে তাক লাগাল Ola | Ola Launches New Electric Scooter

জেনসোল ইভির সিইও প্রতীক গুপ্তা জানিয়েছেন, “পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী মূল্যের যানবাহনের ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে, Ezio-কে নগর পরিবহনে নেতৃত্ব দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এর অত্যাধুনিক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে কমপ্যাক্ট ডিজাইন, উচ্চতর রেঞ্জ এবং সাশ্রয়ী মূল্য। বিশেষ করে ফ্লিট অপারেটরদের চাহিদা পূরণ করে গাড়িগুলি।”

তিনি আরও বলেন, “Ezio এবং Ezibot-এর জন্য বিদ্যমান ফ্লিট অপারেটরদের কাছ থেকে ইতিমধ্যেই ৩০,০০০ প্রি-অর্ডার এসেছে। আমাদের দৃষ্টিভঙ্গির প্রতি বাজারের আস্থা দেখে আমরা রোমাঞ্চিত। পুনের চাকানে আমাদের অত্যাধুনিক কারখানায় উৎপাদন শুরু করার পাশাপাশি বেঙ্গালুরু এবং দিল্লির মতো বাজারে চালু করার প্রস্তুতি নেওয়ার সাথে, আমরা ভারতের স্মার্ট, সবুজ পরিবহন সমাধানের দিকে রূপান্তরকে ত্বরান্বিত করার লক্ষ্য রাখি।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  2025 Honda Activa Launch: স্মার্ট ফিচার্সের সঙ্গে বাজার কাঁপাতে হাজির নতুন Honda Activa, পাবেন ডিজিটাল স্ক্রিন, ব্লুটুথ | 2025 Honda Activa Launched

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.