লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

প্রতিমাসে মোবাইলেই হিসেব দেবে নবান্ন, ১.৭৬ কোটি মানুষের জন্য নয়া পরিষেবা রাজ্য সরকারের

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা ভোটের আর মাত্র বাকি এক বছর। কিন্তু এই এক বছরও যেন খুব কম মনে হচ্ছে রাজনৈতিক দলগুলির কাছে। তাই হাতে যতটুকু সময় আছে সেটাও কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে সকলে। বাদ যায়নি শাসকদল তৃণমূল কংগ্রেসও। তাইতো দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একের পর এক প্রশাসনিক বৈঠক এর আয়োজন করে চলেছেন। সমস্ত সরকারি কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনার জন্য এবং রাজ্যের সকল সাধারণ মানুষের সুবিধায় যাতে কোনো খামতি না থাকে তার জন্য নানারকমের সিদ্ধান্ত নিয়ে চলেছেন তিনি। আর এই আবহে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যে বড় পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

নয়া পদক্ষেপ এবার রাজ্য সরকারের

২০০১ সাল থেকে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছিল। কিন্তু সেই প্রকল্পগুলি রূপায়ণের ক্ষেত্রে নানাবিধ সমস্যার মুখে পড়তে হয়েছিল গ্রাহকদের। শেষে রাজ্যে তৃণমূল কংগ্রেস সিংহাসন দখলের পরে অর্থাৎ ২০১১ সালে এই সমস্ত প্রকল্পগুলির একসঙ্গে আনা হয়। এবং হুবহু সরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বা PF এর মতো, বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প (Social Security Scheme) চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বর্তমানে রাজ্যে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন ১ কোটি ৭৬ লক্ষ মানুষ। কেউ যদি ১৮ বছর বয়সে এই প্রকল্পে আবেদন করেন, তাহলে ৬০ বছর পর এককালীন ২ লক্ষ ৭২ হাজার টাকা পাবেন। তবে এবার সেই প্রকল্পকে নিয়ে আরও এক বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার।

READ MORE:  Weather Update: ভারী বৃষ্টির সম্ভাবনা চার জেলায়! একাধিক জায়গায় বইবে লু, আগামীকালের আবহাওয়া | Temperature Will Increase In Weekend

গ্রাহকদের অপেক্ষা করতে হবে না দীর্ঘক্ষণ

বর্তমানে সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য প্রত্যেককে রাজ্য সরকার প্রতি মাসে ৫৫ টাকা করে দেয়। আগে মাথাপিছু ২৫ টাকা দিতে হতো উপভোক্তাকে এবং বাকি ৩০ টাকা দিত রাজ্য সরকার। কিন্তু ২০২০ সালের এপ্রিল মাস থেকে এই প্রকল্পের সম্পূর্ণ খরচ রাজ্যই বহন করে। কিন্তু প্রতি মাসে টাকা ঠিকঠাক জমা পড়ছে কি না তা জানা খুবই সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এর উত্তর পেতে হলে ‘পাস বই’ সংশ্লিষ্ট অফিসে বা রাজ্যের নিযুক্ত লেবার অর্গানাইজারদের দ্বারা বা দুয়ারে সরকারে আপডেট করতে হবে, যা দীর্ঘ সময়ের ব্যাপার। তাই সেই সমস্যা যাতে উপভোক্তাদের আর পোহাতে না হয়, তার জন্য এবার নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সূত্রের খবর, এখন থেকে উপভোক্তারা প্রতি মাসে টাকা জমা করার সঙ্গে সঙ্গেই মোবাইল ফোনে SMS পেয়ে যাবে। তার জন্য কোনো বাড়তি খরচ করতে হবে না। ঠিক যেমন সংগঠিত বা চাকরিজীবীদের PF এর ক্ষেত্রে SMS যায়। আর এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের দায়িত্বে রয়েছে রাজ্য শ্রমদপ্তর। তাদের তরফে এই পরিষেবা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও অনলাইন ব্যবস্থা চালু করার উপরেও তোড়জোড় শুরু হয়েছে। আর এই সুবিধা চালু হলে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়েও এই প্রকল্পের উপভোক্তারা নিজেদের অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন।

READ MORE:  যোগ্যদের চাকরি থাকবে! বাদ পড়বেন অযোগ্যরা? আজ সুপ্রিম কোর্ট শুনবে পর্ষদের আর্জি

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.