প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে এসএসসি-র ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। যার দরুন রাতারাতি প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী বেকার হয়ে যায়। উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। আর এই আবহে এবার ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি মামলার (WB Primary Recruitment Case) শুনানি ঘিরে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। আর এবার এই মামলায় বেঞ্চ বদল নিয়ে বড় আপডেট সামনে উঠে এল।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
সূত্রের খবর, ২০১৪ সালের টেটের পর তৈরি প্যানেলের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ হয় রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে। কিন্তু নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগ উঠে আসে এই প্যানেলকে ঘিরে। আর তখনই এই প্যানেলের বিরুদ্ধে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় ২০২৩ সালের মে মাসে কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এই নির্দেশ মানেনি রাজ্য তাই এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করা হয়।
মামলা থেকে সরে যান বিচারপতি সৌমেন সেন!
ডিভিশন বেঞ্চে আপিলের পর এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি প্রথমে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে উঠে ছিল। এবং সেই মামলাটির শুনানি গত ৭ এপ্রিল ধার্য করা হয়। কিন্তু ওইদিন প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হল না কলকাতা হাই কোর্টে। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে গেলেন ডিভিশন বেঞ্চের অন্যতম সদস্য, কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন। মামলাটি হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি সেন। অপেক্ষা ছিল কোন বেঞ্চে মামলাটি যাবে, কবে শুনানি হবে। অবশেষে আজ সেই মামলার বেঞ্চ নিয়ে বড় আপডেট দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কবে হবে মামলার শুনানি?
কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলা শুনবে। এবং এই মামলাটির শুনানি শুরু হবে আগামী ২৫ এপ্রিল থেকে। এবং মূল মামলাটির শুনানি হবে ২৮ তারিখ। আর এই আবহে হাই কোর্টে এই মামলার গতিপ্রকৃতি নিয়ে চর্চা চলছে রাজ্যে। ঝুলে রয়েছে ৩২ হাজার চাকরিপ্রার্থীর ভাগ্য। অন্যদিকে মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং ডিভিশন বেঞ্চের এই নির্দেশের প্রক্রিয়াগত ‘ত্রুটি’ নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এখন দেখার পালা ৩২ হাজার চাকরিপ্রার্থীর ভাগ্য এসএসসি – র ২৬ হাজার চাকরিপ্রার্থীর মতন হয় কিনা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।