লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

প্রেম পাগলা! গার্লফ্রেন্ডকে ইম্প্রেস করতে বাঘের খাঁচায় ঝাঁপ যুবকের, উচিত শিক্ষা দিল বাঘ বাবাজি

Published on:

ফেব্রুয়ারি ভালবাসার মাস। এই মাসে প্রেমিক-প্রেমিকাদের মন থাকে! সপ্তাহ ধরে পালিত হয় ভ্যালেন্টাইন্স উইক। তারপর আসে ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। আরে ভ্যালেন্টাইন্স উইকে থাকে কত না চমক, টেডি ডে, চকলেট ডে, রোজ ডে, কিস ডে কত কিছু!

প্রেমে পাগল প্রেমিক-প্রেমিকারা এই সময় একে অপরের জন্য অজস্র উপহার কেনেন। সবাই সবাইকে ইম্প্রেস করে চমকে দিতে চান। আর নিজের প্রেমিকাকে ইম্প্রেস করতে গিয়ে এবার এমন এক অদ্ভুত কান্ড ঘটালেন এক প্রেমিক যে যার ফলে রীতিমতো বিপন্ন হয়ে গেল তার জীবন।

READ MORE:  ডেকে নিয়ে যাওয়া হয়েছিল টিভি শো’তে! সেখানেই লাঠিপেটা আইআইটি বাবাকে, বসলেন ধর্ণায়

যে কোনও মূল্যে নিজের প্রেমিকাকে ইম্প্রেস করতে হবে সেই জন্য গুজরাটের আহমেদাবাদে ২৬ বছর বয়সী এক যুবক প্রথমে সোজা গিয়ে হাজির হন আহমেদাবাদের কানকারিয়ার একটি চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে। এরপর তরতরিয়ে গাছে উঠে নামার চেষ্টা করেন বাঘের খাঁচায়। তবে কপাল জোরে একেবারে বাঘ বাবাজির সামনে যাওয়ার আগেই তাকে ধরে ফেলেন চিড়িয়াখানার কর্মীরা।

উল্লেখ্য, ওই যুবক মূলত উত্তরপ্রদেশের বাসিন্দা। বর্তমানে রাখিয়ালে থাকেন তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, খাঁচার ভিতরে ঢোকার চেষ্টা করছে যুবক। বাঘটিও তার দিকে এগোচ্ছে। এমনকি তাকে হামলার চেষ্টাও করে। তবে নামার সময় হঠাৎ করেই পা হড়কে যায় যুবকের। ‌ সময় মতো বন কর্মীরা ছুটে গিয়ে ওই যুবককে বাঁচান। না হলে তার খবর ছিল।‌ এই ঘটনার পর মণিনগর থানায় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

READ MORE:  Hariyanvi Dance Video: মঞ্চে ভারী দেহের নাচে মাতালেন রচনা তিওয়ারি, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস

 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.