প্রেমিকাদের কুম্ভে নিয়ে যাওয়ার জন্য লক্ষাধিক টাকার চুরি! বাড়ি ফিরতেই জেলে যুবক

পাপ মোচন করে পুণ্য অর্জনের জন্য হাতে‌ আছে আর মাত্র কদিন। কারণ ২৬শে ফেব্রুয়ারি মহা শিবরাত্রিতে শেষ হয়ে যাচ্ছে মহা কুম্ভের মেলা। এই মেলা শুরু হয়েছিল ১৩ই জানুয়ারি থেকে। আর শেষ হবে ২৬শে ফেব্রুয়ারি মহা শিবরাত্রিতে।

বলাই বাহুল্য, ১৪৪ বছর পর এসেছে মহাকুম্ভ যোগ।‌ আর এই বিশেষ যোগে কুম্ভের জলে স্নান করে পাপ মোচন করতে বদ্ধ পরিকর দেশবাসী। আর তাইতো মহাকুম্ভে যাওয়ার রব দেশজুড়েই। কোন‌ও বিপদ, দুর্ঘটনা কোন‌ও কিছুই টলাতে পারেনি সাধারণ মানুষকে এই পুণ্য অর্জন করা থেকে।

READ MORE:  ভিখারিকে দশ টাকা দিতে গিয়ে ফ্যাঁসাদে যুবক! হতে পারে জেল যাত্রা, কিন্তু কেন?

এখনও পর্যন্ত প্রায় ৬০ কোটির বেশি পুণ্যার্থীরা মহাকুম্ভে স্নান করেছেন। আর এবার সেই কুম্ভ স্নান করার জন্য রীতিমতো চুরি করে‌ এবার শ্রীঘরে দুই শ্রীমান। ঘটনা কী? প্রেমিকাদের নিয়ে যেতে হবে মহাকুম্ভে। টাকা কোথায়? তাই লক্ষাধিক টাকার চুরি করে বসলেন দুই যুবক। টাকা, গয়না সব চুরি করেছেন তারা।

কদিন ধরে ইন্দোরের দ্বারকাপুরীতে একাধিক চুরির অভিযোগ থানায় জমা পড়ছিল। ক্রমেই বাড়ছিল চুরি।‌ এরপরই পুলিশ অপরাধীদের খুঁজতে তদন্ত শুরু করে। আর সেই তদন্তেই উঠে আসে দুটো নাম। অজয় ​​শুক্লা এবং সন্তোষ কোরি। এদের কাছ থেকে সোনার গয়না সহ নগদ চার লক্ষ টাকা উদ্ধার হয়।

READ MORE:  Haryanvi Dance: মুসকান বেবির ঝলমলে নাচে মঞ্চ কাঁপলো, জিরো ফিগারে দুর্দান্ত পারফরম্যান্সে দর্শক মুগ্ধ!

হঠাৎ তারা এত টাকা চুরি করলেন কেন? জানা গেছে, প্রেমিকাদের কুম্ভে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য তারা এই মোটা টাকার চুরি করেছে। দুই অভিযুক্তের মোবাইল ট্র্যাক করে জানা যায় তারা কুম্ভে, প্রেমিকাদের নিয়ে গেছে। এরপরই তাদের গ্রেফতার করতে ইন্দোর থেকে একটি দল রওনা দেয় প্রয়াগরাজে।‌

কিন্তু অত্যন্ত ভিড় এবং এবং অভিযুক্তদের ফোনে ট্র্যাক ক্রমাগত পরিবর্তন হতে থাকায় পুলিশের পক্ষে তাদের ধরা অসুবিধাজনক হয়ে উঠেছিল। এরপর পুলিশ অপেক্ষা করে তাদের ইন্দোর ফিরে আসার। পাপমোচন করে পুণ্য লাভ করে তারা ফিরে আসার পর‌ই তাদের গ্রেফতার করা হয়। প্রেমিকাদের পিছনে খরচ করার জন্য এবং তাদের মহাকুম্ভে নিয়ে যাওয়ার জন্য বিলাসবহুল জীবনযাপনের জন্য এই টাকা তারা চুরি করেছিল বলে জানিয়েছে। এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে।

READ MORE:  অফিসে যাওয়ার পথে স্টেশনেই লুটিয়ে পড়লেন ব্যক্তি! CPR দিয়ে প্রাণ ফিরতেই বললেন 'অফিস যাবো!'

 

Scroll to Top