ফাইনাল ম্যাচে কোহলি আউট হতেই হৃদরোগে আক্রান্ত! ধাক্কা সহ্য করতে না পেরেই কি মৃত্যু চোদ্দোর কিশোরীর?

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের খবর ভাইরাল হয়। তার মধ্যে যে খবরটি সবথেকে বেশি করে মন ভারাক্রান্ত করে তুলছে সেই খবরটি হল হঠাৎ হঠাৎ মানুষের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। কখনও পারফর্ম করতে করতে কখন‌ও বা বিল দিতে গিয়ে কখনও স্কুলে কখন‌ও অফিসে বিভিন্ন সময় মৃত্যুর মুখে ঢলে পড়েছেন সাধারণ মানুষ।

আর হঠাৎ হঠাৎ মানুষের হৃদরোগের এই ভিডিও ভয় ধরিয়েছে সাধারণ মানুষের মনে। মৃত্যু ভয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি এক রানে আউট হয়ে যাওয়ায় নাকি মৃত্যুর কোলে ঢলে পড়েন বছর চোদ্দোর কিশোরী প্রিয়াংশী পান্ডে।

READ MORE:  Barack Obama Divorce: স্ত্রী মিশেলের সঙ্গে ডিভোর্সের পথে বারাক ওবামা! নেপথ্যে কারণ কী হলিউড অভিনেত্রী? | Former US President Divorce Rumors

যদিও এই বিষয়ের মধ্যে কতটা সত্যতা আছে তা অবশ্য জানা যায়নি। কোহলি এক রানে আউট হওয়ার পরই নাকি হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই কিশোরীর। যার জন্য পাড়ায় রটে যায়, কোহলির আউট হওয়ার ধাক্কা সহ্য করতে না পেরেই নাকি মৃত্যু হয়েছে ওই কিশোরীর। যথারীতি সেই খবরই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

READ MORE:  ভারতে এসে পৌঁছল আরও তিনটি রাফালে যুদ্ধবিমান, শক্তি বৃদ্ধি ভারতীয় বায়ুসেনার

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে যখন ভারতের ব্যাটিং শুরু হয় তখন খেলা দেখতে বসে ছিল প্রিয়াংশী। তার বাবা সেই সময় বাজারে গিয়েছিলেন। প্রিয়াংশী জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তেই নাকি এক রানে আউট হন কোহলি। যদিও এই তত্ত্ব মানতে নারাজ কিশোরীর পরিবার।

কিশোরের বাবা অজয় পান্ডে এবং প্রতিবেশীদের কথায়, ভারত তখন ভালো অবস্থাতেই ছিল। কোন‌ও উইকেট পড়েনি। সেই সময়‌ই মৃত্যু হয়েছে ওই কিশোরীর। সেটাকেই কেউ ইচ্ছাকৃতভাবে রটিয়েছে কোহলি এক রানে আউট হওয়ার পর মৃত্যু হয়েছে কিশোরীর। চিকিৎসকেরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই কিশোরীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়ায়।

READ MORE:  সবার এন্ট্রি নয়, বসন্ত উৎসব নিয়ে বিরাট সিদ্ধান্ত বিশ্বভারতীর, অংশ নিতে পারবেন কারা?

 

Scroll to Top