ফুল চার্জে চলবে ২৪৮ কিমি, দুর্ধর্ষ ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে চমকে দিল ভারতীয় সংস্থা

বেঙ্গালুরুর ইভি টু-হুইলার স্টার্টআপ Simple Energy তাদের One ইলেকট্রিক স্কুটারের নতুন সংস্করণ লঞ্চ করল। কোম্পানি একে জেন 1.5 আপডেট হিসাবে অভিহিত করেছে এবং বর্তমান মডেলের তুলনায় একঝাঁক পরিবর্তন যুক্ত হয়েছে। মডেলটি এখন ফুল চার্জে ২৪৮ কিলোমিটার (আইডিয়াল রেঞ্জ) ছুটবে বলে দাবি করা হয়েছে। যেখানে আগে রেঞ্জ ছিল ২১২ কিমি। দাম অবশ্য বাড়ায়নি সংস্থা। এটি কিনতে খরচ হবে ১.৬৬ লক্ষ টাকা (এক্স শোরুম)।

READ MORE:  মাইলেজের রাজা Maruti-র এই গাড়ি, মাত্র ৪ লাখেই মধ্যবিত্তের চারচাকার স্বপ্নপূরণ করছে

Simple One: ব্যাটারি, মোটর, রেঞ্জ, ও স্পিড

সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারের মোট ব্যাটারি ক্ষমতা ৫ কিলোওয়াট আওয়ার, যা দুটি প্যাকে বিভক্ত – একটি ৩.৭ কিলোওয়াট আওয়ার ফিক্সড ইউনিট এবং অন্যটি পোর্টেবল ১.৩ কিলোওয়াট আওয়ার প্যাক। যান্ত্রিকভাবে এক থাকলেও কোম্পানি সফটওয়্যার ও ইলেকট্রনিক আপডেট এবং আরও দক্ষ ড্রাইভট্রেনের মাধ্যমে রেঞ্জ ২৪৮ কিমি পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম হয়েছে।

সিম্পল ওয়ানে রয়েছে ৮.৫ কিলোওয়াট (১১.৪ বিএইচপি) মোটর, যা সর্বোচ্চ ৭২ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। এই স্কুটারটি ২.৭৭ সেকেন্ডে ০-৪০ কিলোমিটার/ ঘণ্টা গতিতে পৌঁছায় এবং প্রতি ঘন্টায় সর্বোচ্চ ১০৫ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম। ১৩৬ কেজি ওজনের সিম্পল ওয়ান বর্তমানে দেশের অন্যতম ভারী বৈদ্যুতিক স্কুটার। আবার ৭৯৬ মিমি আসনের উচ্চতা সহ, এটি সবচেয়ে লম্বা স্কুটারগুলির মধ্যে একটি।

READ MORE:  Hero Xtreme 160R 4V Mileage: দেশের একমাত্র ১৫০ সিসি মোটরসাইকেল যা প্রতি লিটারে ৫০ কিলোমিটার মাইলেজ দেয় | Best Fuel Efficient Bike

Simple One: ফিচার্স

ইলেকট্রিক স্কুটারে আসা নতুন আপডেটে অর্ন্তভুক্ত থাকা নতুন বৈশিষ্ট্যেগুলির মধ্যে রয়েছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, রিজেনারেটিভ ব্রেকিং, ও ইউএসবি চার্জিং। এছাড়া অ্যাপ ইন্টিগ্রেশন, আপডেটেড রাইড মোড, ও পার্ক অ্যাসিস্টের সুবিধা মিলবে। সিম্পল ওয়ানের ডিজাইন আকর্ষণীয় ও একাধিক রঙের বিকল্পে উপলব্ধ।

বর্তমানে, সিম্পল এনার্জির দেশজুড়ে মাত্র ১০টি ডিলারশিপের একটি ছোট নেটওয়ার্ক রয়েছে। তবে কোম্পানিটি বলছে যে ২০২৬ অর্থবর্ষের শেষ নাগাদ ১৫০টি শোরুম এবং ২০০টি সার্ভিস স্টেশন খোলার পরিকল্পনা রয়েছে তাদের।

READ MORE:  হিরো স্প্লেন্ডার বাইকের থেকেও নাকি ভালো! কী কারণে এত জনপ্রিয় হল Bajaj Platina

Scroll to Top