ফের দুয়ারে বার্ড ফ্লু! রাজ্যের দশ গ্রামে ডিম মুরগিতে নিষেধাজ্ঞা, বড় পদক্ষেপ সরকারের

প্রীতি পোদ্দার, কলকাতা: চোখ রাঙাচ্ছে বার্ড ফ্লু (Bird Flu)। আতঙ্ক যেন বেড়েই চলেছে দিনের পর দিন। তাইতো এখন বাজারে মাংস ডিম কিনতে গিয়েও বারবার চিন্তা করতে হচ্ছে সাধারণ মানুষকে। আর এই আবহেই এবার ভিনরাজ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর উঠে এল। তাতেই আশঙ্কা বাড়ছে বাংলাতেও বার্ড ফ্লু এর প্রবেশ! আর এই আশঙ্কায় তাই রীতিমতো জোর কদমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠে নামল প্রশাসন। সতর্কতা সংক্রান্ত নানা ব্যবস্থা গ্রহণ করল সরকার।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোথায় বার্ড ফ্লু ভাইরাসের সন্ধান মিলল?

সূত্রের খবর, সম্প্রতি বাংলা লাগোয়া ঝাড়খণ্ডের একাধিক জায়গায় এভিয়েন ইনফ্লুয়েঞ্জা (H5N1) বা বার্ড ফ্লু-র ভাইরাসের হদিশ মিলেছে। তাই পাকুর গ্রাম সংলগ্ন ১০ কিলোমিটার এলাকাই এপিসেন্টার হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যার জেরে ব্যাপক সতর্কতা অবলম্বন করল রাজ্য সরকার৷ কোনওভাবেই যাতে প্রতিবেশী রাজ্য থেকে বাংলায় বার্ড ফ্লুর প্রকোপ না ছড়ায়, সে বিষয়ে তাই কড়া নজরদারি করল নবান্ন৷ ইতিমধ্যেই মুর্শিদাবাদের জেলা প্রশাসনের তরফে মুর্শিদাবাদ জেলার সুতি এক নম্বর ব্লকের বহুতালি, দুই নম্বর ব্লকের উমরপুর শামশেরগঞ্জ, পাইকর, ধুলিয়ান, নওপাড়া ও ফারাক্কার মামরেজপুর মহাদেবনগরে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

READ MORE:  দিঘায় কবে খুলবে জগন্নাথ মন্দিরের দরজা? দিনক্ষণ স্থির করল নবান্ন

নজরদারি চালাচ্ছে রাজ্যের প্রাণী সম্পদ দফতর

জানা গিয়েছে এই গোটা বিষয়ে নজরদারি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে একটি নজরদারির টিম তৈরি করা হয়েছে। সেখানে প্রত্যেকদিন বিশেষ নজরদারি চালানোর পাশাপাশি রিপোর্ট তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই পাকুড় জেলার লাগোয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দশটি গ্রামকে চিহ্নিত করেছে জেলা প্রশাসক। ওই ১০টি গ্রাম থেকে যাতে মুরগি এবং ডিম বাইরে না বেরোয় তার জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন দুই জেলার জেলাশাসক৷ পাশাপাশি নজরদারি চালাচ্ছে রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দফতরও। এমনকি গ্রামবাসীদের কাছে আবেদন করা হয়েছে যে যদি এই গ্রামগুলিতে কোনও মুরগি অসুস্থ হয়ে পড়ে বা অসুস্থতার কোনওরকম উপসর্গ দেখা দেয়, তাহলে অবিলম্বে যেন সরকারি আধিকারিকদের জানানো হয়।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক সূত্রে জানা গিয়েছে, “পড়শি রাজ্য ঝাড়খণ্ডে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ধরা পড়েছে। ভারত সরকারের নির্দেশিকা মেনে ঝাড়খণ্ড থেকে আমাদের জেলায় যাতে মুরগি না আসে, সেই বিষয় নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে নজরদারি চালানো হচ্ছে। মুরগি যাতে জেলার অন্যদিকে না যায় সে ব্যাপারেও নির্দেশিকা দেওয়া হয়েছে।”

READ MORE:  ‘বাংলায় সপ্তম বেতন কমিশন গঠন হলেও লাভবান হবেন না সরকারি কর্মীরা’, DA নিয়ে নয়া তথ্য

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Scroll to Top