লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ফোনে ২টি সিম রাখেন? তাহলে Airtel, Jio, BSNL-র এই প্ল্যানগুলি আপনার জন্য সাশ্রয়ী

Updated on:

শ্বেতা মিত্র, কলকাতা: গত বছর Jio, Airtel, ভোডাফোনের মতো নামী টেলিকম সংস্থাগুলো তাঁদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল। এক ধাক্কায় বেশ কিছুটা মূল্য বৃদ্ধি হওয়ার ফলে বেশ চাপের মধ্যেই পড়েছিলেন মধ্যবিত্ত পরিবারের মানুষজন। ধীরে ধীরে বর্ধিত দামের ধাক্কা সামলে উঠতে শুরু করেছিল সাধারণ মানুষ। বাজেট ঠিকঠাক রাখার জন্য এখন অনেকেই কম দামের রিচার্জ প্ল্যানের সন্ধানে থাকেন। তাছাড়া এখন অনেকের কাছেই থাকে দু’টো করে সিম কার্ড। দু’টো সিম কার্ডই যে সমানভাবে ব্যবহার করা হয় তেমন না-ও হতে পারে। একটায় হয়তো বেশি কাজ হয়, অন্যটায় কম। এই পরিস্থিতিতে কম ব্যবহৃত সিম কার্ড শুধু চালু রাখার জন্য নূন্যতম মূল্যের রিচার্জ প্ল্যানের দরকার পড়ে। আপনি যে কোম্পানির সিম কার্ডই ব্যবহার করুন-না কেন, এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন কম দামের রিচার্জ প্ল্যান কোনটা।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

জিওর ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান

এই রিচার্জ প্ল্যান আনলিমিটেড কলিং, ৩০০টি SMS এবং ২ জিবি পর্যন্ত ডেটা দেওয়া হচ্ছে। প্ল্যানের মেয়াদ ২৮ দিনের। Jio TV, Jio Cinema এবং Jio Cloud অ্যাপ চালানোর সুবিধা পাবেন।

READ MORE:  Airtel Plan: ৩৮ কোটি Airtel গ্রাহকদের জন্য বিশেষ উপহার, এক প্ল্যানে ২০২৫ সাল পর্যন্ত রিচার্জ থেকে ছুটি | Airtel 365 days recharge plan

এয়ারটেলের ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান

জিওর থেকে একটু দম বেশি। মেয়াদ সেই ২৮ দিনের। আনলিমিটেড কলিং, ১০০ টি SMS এবং ২ জিবি পর্যন্ত ডেটা দেওয়া হচ্ছে।

ভোডাফোন-আইডিয়ার কম দামের রিচার্জ প্ল্যান

আপনি যদি টি সিম কার্ড ব্যবহার করে থাকেন তবে ভোডাফোন-আইডিয়া আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আপনার কাছে ৯৯ ও ১৫৫ এর দুটি বিকল্প রয়েছে। তবে এই দুটি প্ল্যান সব সার্কেলে পাওয়া যায় না। ভোডাফোন-আইডিয়ার ৯৯ প্ল্যানটি ১৫ দিনের পরিষেবার ভ্যালেডিটির সঙ্গে আসে। সেইসঙ্গে এই প্ল্যানে গ্রাহকরা 200MB অবধি ডেটা পেয়ে যাবেন। ৯৯ প্ল্যানটির টকটাইম অনেকটাই কম। এতে আবার এসএমএস সুবিধাও নেক। পোর্ট করার পরেও আপনি এই পরিকল্পনাগুলি থেকে উপকৃত হতে পারেন।

READ MORE:  Post Office Scheme: প্রবীণ নাগরিকরা ঘরে বসেই প্রতি মাসে 20,000 আয় করতে পারেন, জানুন কীভাবে

BSNL -এর আকর্ষণীয় সস্তা প্ল্যান

বিএসএনএলের ক্ষেত্রে, আপনি ৫৯ রিচার্জে বেশ কয়েকটি সুবিধা পেতে পারেন। এছাড়াও ৯৯ টাকারও আরও একটি পরিকল্পনা রয়েছে। ৫৯ প্ল্যানটি ৭ দিনের পরিষেবার বৈধতা দেওয়া হয় এবং প্রতিদিন 1GB ডেটা থাকে। ৯৯ টাকার প্ল্যানে ১৭ দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের অফার রয়েছে। এ ছাড়া বিএসএনএলের ৯৯ টাকার প্ল্যানে আর কোনও সুবিধা নেই। সুতরাং, আপনি এটি আপনার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন।

READ MORE:  JioBharat K1 Karbonn 4G Discount: দাম কমে মাত্র ৬৯৯ টাকা হয়ে গেল JioBharat K1 Karbonn 4G ফোনের, এখানে রয়েছে দুর্দান্ত অফার | JioBharat K1 Karbonn 4G Price
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.