লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ফোনের পর এবার ল্যাপটপ আনছে Motorola, টিজার প্রকাশ করল Flipkart

Published on:

লেনোভো মালিকানাধীন Motorola বাজারে দুর্দান্ত স্মার্টফোন ও ফোল্ডেবল ফোন আনার জন্য জনপ্রিয়। তবে ব্র্যান্ডটি এবার ল্যাপটপ লঞ্চ করতে চলেছে। শীঘ্রই সংস্থার প্রথম ল্যাপটপ এদেশের বাজারে পা রাখতে চলেছে। এটি ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যাবে। আশা করা যায় এটি মিড রেঞ্জে লঞ্চ হবে। আসুন Motorola -র ল্যাপটপ সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

READ MORE:  Honor Pad X9a Launched: ১৬ জিবি র‌্যাম সহ Honor Pad X9a ট্যাবলেট লঞ্চ হল, রয়েছে শক্তিশালী ৮৩০০mAh ব্যাটারি | Honor Pad X9a Price

Motorola আনছে নতুন ল্যাপটপ

ফ্লিপকার্ট সম্প্রতি একটি টিজার প্রকাশ করেছে। যেখান থেকে স্পষ্ট যে মোটোরোলা প্রথম ল্যাপটপ আনতে চলেছে। টিজারে লেখা আছে ‘শীঘ্রই ল্যাপটপের এক নতুন পৃথিবীর সূচনা হতে চলেছে।’ এই টিজারে মোটোরোলার লোগো দেখা গেছে।

Motorola-laptops-India

যদিও এর লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। তবে আশা করা যায় এটি মে মাসে ভারতে লঞ্চ হবে এবং ডেল, এইচপির মতো ব্র্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর দাম 50 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।

READ MORE:  ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ৪৩ থেকে ৬৫ ইঞ্চি Smart TV তে বাম্পার ডিসকাউন্ট, এখানে অফার

অনুমান করা শক্ত নয় যে, Motorola শীঘ্রই সোশ্যাল মিডিয়া পেজ থেকে নতুন ল্যাপটপের বিষয়ে জানাবে। এরপরই আমরা এর বিশেষত্ব সম্পর্কে জানতে পারবো। আমরা যেইমাত্র আসন্ন এই ল্যাপটপ সম্পর্কে জানতে পারবো, আপনাদের সাথে শেয়ার করবো।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.