ফ্রিতে IPL দেখার দিন শেষ! IPL দেখতে গেলেই এবার নিতে হবে সাবস্ক্রিপশন, কত টাকা লাগবে জানেন?

আইপিএল ২০২৫ এবার আর বিনামূল্যে দেখা যাবে না। যারা এতদিন Jio সিনেমাতে সম্পূর্ণ বিনামূল্যে আইপিএল দেখতেন, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে চলেছে। সম্প্রতি Viacom18 এবং Star একসঙ্গে নতুন প্ল্যাটফর্ম JioStar লাঞ্চ করেছে, যেখানে আইপিএল ২০২৫ সম্প্রচারিত হবে। তবে এবার থেকে খেলা দেখতে হলে সাবস্ক্রিপশন কিনেই দেখতে হবে।

নতুন প্ল্যাটফর্ম JioStar

জিও সিনেমা এবং Disney+ Hotstar এবার একসঙ্গে মিলে গিয়েছে। তৈরি হয়েছে নতুন প্লাটফর্ম JioStar। এই নতুন অ্যাপেই দেখা যাবে আইপিএল ২০২৫। তবে ফ্রিতে নয়। নির্দিষ্ট কিছু ম্যাচ দেখার পর সাবস্ক্রিপশন কিনতে হবে। তবেই সম্পূর্ণ খেলা দেখতে পাবেন। 

READ MORE:  Zilla Parishad Purba Medinipur Recruitment 2025: উচ্চ মাধ্যমিক পাসে গ্রাম পঞ্চায়েত স্তরে মেডিকেল অফিসার নিয়োগ, জারি বিজ্ঞপ্তি | Job In West Bengal

সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য কত?

আইপিএল ২০২৫ দেখার জন্য JioStar তিনটি সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। সেগুলি হল- 

Mobile-only Plan (₹149/3 মাস)

  • শুধুমাত্র একটি মোবাইল ডিভাইসে খেলা দেখা যাবে
  • ভিডিও কোয়ালিটি: 720p
  • এটি অ্যাড ফ্রি নয়, মাঝে মাঝেই বিজ্ঞাপন আসবে

Super Plan (₹299/3 মাস)

  • দুটি ডিভাইসে খেলা দেখা যাবে (একটি টিভি/ল্যাপটপ + একটি মোবাইল)
  • ভিডিও কোয়ালিটি: Full HD (1080p)
  • এটিও অ্যাড ফ্রি নয়, মাঝে মাঝেই বিজ্ঞাপন আসবে
READ MORE:  7th Pay Commission: ৩ বা ৪% নয়, মার্চে DA বাড়তে পারে এতটা! মহার্ঘ ভাতা নিয়ে নয়া আপডেট | May 2% Dearness Allowance Hike In March

Premium Plan (₹499/3 মাস)

  • একসঙ্গে চারটি ডিভাইসে খেলা দেখতে পারবেন (টিভি/মোবাইল/ল্যাপটপ)
  • ভিডিও কোয়ালিটি: 4K (2160p)
  • এটি সম্পূর্ণ অ্যাড ফ্রি স্ট্রিমিং, কোনো বিজ্ঞাপন দেখাবে না

বিনামূল্যে আইপিএল দেখা বন্ধ কেন?

JioStar-এর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএল ২০২৫-এর প্রথম কয়েকটি ম্যাচ সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে। তবে কিছু ম্যাচ দেখার পর সাবস্ক্রিপশন কিনতে হবে। এটি এক ধরনের মার্কেটিং কৌশল। প্রথমে গ্রাহকদের বিনামূল্যে খেলা দেখিয়ে তারপর সাবস্ক্রিপশন প্ল্যান কেনানো হবে। 

আইপিএল ২০২৫ কোথায় দেখা যাবে?

আইপিএল ২০২৫ আপনারা JioStar অ্যাপে সরাসরি দেখতে পাবেন। তবে আগেই বলেছি, প্রথম কয়েকটি ম্যাচ ফ্রিতে দেখতে পাবেন। তারপর সাবস্ক্রিপশন কিনতেই হবে। জিও, এয়ারটেল, Vi, BSNL বা WiFi যেকোন ইন্টারনেট সংযোগ থাকলেই আপনারা আইপিএল ২০২৫ উপভোগ করতে পারবেন।

READ MORE:  প্রধানমন্ত্রীর পছন্দের খাবার এটি! কেন সবাই এটি খাচ্ছে? জানুন আসল কারণ

যারা এতদিন মোবাইলে ফ্রিতে আইপিএল দেখেছেন তাদের জন্য এটি অবশ্যই একটি হতাশার খবর হতে চলেছে। তবে উন্নত মানের স্ট্রিমিং এবং নতুন ফিচারসহ JioStar এবার গ্রাহকদের আইপিএল দেখার অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে তুলছে। তাই এখন থেকেই ঠিক করে ফেলুন কোন সাবস্ক্রিপশন প্ল্যানটি কিনবেন।