মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওলের নতুন ছবি ‘জাট’ মুক্তির পর থেকেই বক্স অফিসে চমকপ্রদ সাড়া ফেলেছে। মুক্তির অষ্টম দিনে ছবিটির আয় ছাড়িয়েছে ৬১.৫ কোটি। প্রথম সপ্তাহেই বক্স অফিসে যে সফলতা ‘জাট’ দেখিয়েছে, তা সানি দেওলের কেরিয়ারে অন্যতম উল্লেখযোগ্য মাইলফলক হয়ে দাঁড়িয়েছে।
এই অ্যাকশনধর্মী ছবিটি পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি। ছবিতে সানি দেওলকে দেখা গেছে এক দৃঢ়চেতা, সাহসী ও ন্যায়বিচারপ্রিয় চরিত্রে, যার মুখোমুখি হয়েছেন রণদীপ হুডার রণতুঙ্গা। সিনেমাটি মূলত টিয়ার-২ ও টিয়ার-৩ শহরের পুরুষ দর্শকদের মাঝে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ছবির সংগ্রহ ছিল বেশ ভালো। যদিও সপ্তাহের মাঝামাঝি কিছুটা ভাটা পড়েছিল, তবুও অষ্টম দিনের ₹৪ কোটির আয় ছবিটির টানটান জনপ্রিয়তাকে প্রমাণ করে। নির্মাতারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ‘জাট ২’ তৈরির পরিকল্পনা শুরু হয়ে গেছে এবং আগের পরিচালকের হাতেই থাকছে এই প্রজেক্ট।
তবে এই সফলতা বজায় রাখা সহজ হবে না। কারণ একই সময়ে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘কেসরি চ্যাপ্টার ২’। দুটি হাই-প্রোফাইল ছবির মুখোমুখি হওয়ায় ‘জাট’-এর স্ক্রিন সংখ্যা এবং কালেকশন প্রভাবিত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এদিকে, ‘জাট’ ইতিমধ্যেই সানি দেওলের কেরিয়ারের তৃতীয় সর্বোচ্চ আয় করা ছবি হয়ে উঠেছে। তার আগে রয়েছে ‘গদর ২’ এবং ‘সিকান্দার’। এই ধারাবাহিক সাফল্য সানি দেওলের দ্বিতীয় ইনিংসকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে।
এখন দেখার বিষয়, ‘জাট’ আগামী দিনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে কি না। তবে এই মুহূর্তে দর্শকমহলে ছবিটি যথেষ্ট সাড়া ফেলেছে, আর তাতেই খুশি নির্মাতারা।