বন্ধ হয়ে গেল এই ব্যাঙ্ক, আগামী ৬ মাস গ্রাহকরা আর তাদের টাকা তুলতে পারবে না

ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এবার বড়সড় পদক্ষেপ নিল নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংকের উপর। ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে অর্থ জালিয়াতির অভিযোগ ওঠার পর ৬ মাসের জন্য ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকের গ্রাহকরা এখন থেকে তাদের সঞ্চয়ের টাকা আর কোনোভাবে তুলতে পারবেন না।

কেন বন্ধ করা হলো ব্যাংক?

সংবাদসূত্রের খবর অনুযায়ী, নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংকের অ্যাকাউন্টগুলি তদন্তের সময় বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। ব্যাংকের আর্থিক লেনদেনে অসংগতি লক্ষ্য করে আরবিআই তদন্ত শুরু করেছিল। এই তদন্তের ভিত্তিতে ব্যাংকের প্রধান আধিকারিক মুম্বাই পুলিশের আর্থিক অপরাধ শাখার সঙ্গে যোগাযোগ করে। জানা গেছে, ব্যাংকের কিছু কর্মচারী অর্থ জালিয়াতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম এবং জালিয়াতি করা টাকার অংক এখনো প্রকাশ করা হয়নি।

READ MORE:  কেন্দ্র চালু করলো নতুন প্রকল্প, প্রত্যেকে পাবে ৩০,০০০/- টাকার ক্রেডিট কার্ড

৬ মাস ধরে তোলা যাবেনা টাকা!

গত বৃহস্পতিবার ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিরুদ্ধে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা জারি করেছিল। যার মধ্যে সবথেকে বড় নিষেধাজ্ঞা হল গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে কড়াকড়ি। আরবিআই-এর নির্দেশিকা অনুযায়ী, ব্যাংকের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে কোন গ্রাহকই তাদের সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট একাউন্ট থেকে কোনরকম টাকা তুলতে পারবে না। 

তবে ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ খরচ চালানোর জন্য বিশেষ কিছু ক্ষেত্রে টাকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। যেমন- ব্যাংক কর্মীদের বেতন দেওয়া, অফিস ভাড়া, বিদ্যুতের বিল ইত্যাদি। 

READ MORE:  রাজ্যকে ৬৯৯ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র, কোন কোন খাতে বরাদ্দ হবে এই টাকা?

৫ লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষিত

নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংকের মোট ১.৩ লক্ষ গ্রাহকের মধ্যে ৯০ শতাংশের বেশি গ্রাহকের একাউন্টে ৫ লক্ষ টাকা বা তার কম অর্থ রয়েছে। ফলে এই গ্রাহকরা ডিপোজিট ইন্সুরেন্স প্রকল্পের মাধ্যমে তাদের সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে যাবে। অর্থাৎ, ব্যাংক বন্ধ হলেও গ্রাহকদের টাকা সম্পূর্ণ নিরাপদে থাকবে।

আরো দুই ব্যাঙ্ককে জরিমানা করলে আরবিআই 

নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংক ছাড়াও নৈনিতাল ব্যাংক এবং উদ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। 

  • নৈনিতাল ব্যাংকের উপর ৬১.৪০ লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। কারণ তারা সুদের হার এবং গ্রাহকদের পরিষেবা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছিল। 
  • উদ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কের উপর ৬.৭০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কারণ তারা আরবিআই-এর নির্দেশিকা অনুসরণ করেনি।
READ MORE:  NTPC Assistant Executive Recruitment 2025: জাতীয় তাপবিদ্যুৎ সংস্থায় প্রচুর নিয়োগ, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে করুন আবেদন | NTPC Assistant Executive Recruitment 2025 For 400 Vacancies

ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্ত গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেও ডিপোজিট ইন্সুরেন্স স্কিমের কারণে ৯০ শতাংশ গ্রাহকের টাকা সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাংকের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে খবর। পাশাপাশি নৈনিতাল ব্যাংক এবং উদ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কের বিরুদ্ধেও ভারতীয় রিজার্ভ ব্যাংক করা পদক্ষেপ নিয়েছে, যা ব্যাংকিং সেক্টরের পরিবর্তন আনতে পারে।