লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাংলাদেশ, পাকিস্তান সহ ১৪ দেশের ভিসা নিষিদ্ধ! ঢুকলেই … হজের আগে অ্যাকশনে সৌদি আরব

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সৌদি আরবে (Saudi Arabia) চলছে হজ মরসুম। আর সেই হজ যাত্রাকে সামনে রেখে এবার ভারত সহ 14টি দেশের উমরাহ, পারিবারিক ও ব্যবসায়িক ভিসায় নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরবের সরকার। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, আগামী জুন মাস পর্যন্ত দেশগুলির ওপর ভিসা প্রদানের নিষেধাজ্ঞা বহাল থাকবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সৌদির নিষেধাজ্ঞায় কোন কোন দেশ?

রিপোর্ট মারফত যা খবর, হজ মরসুমকে কেন্দ্র করে অতি সম্প্রতি পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, ইয়েমেন, সুদান, ইথিওপিয়া, মিশর, জর্ডান, তিউনিসিয়া ও আলজেরিয়া সহ আরও একটি দেশের ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন দেশগুলির ভিসা স্থগিতের পথে হাঁটল সৌদির সরকার? জানব উত্তর।

READ MORE:  DRDO Apprentice Recruitment 2025: DRDO-তে প্রচুর শূন্যপদে নিয়োগ, পরীক্ষা ছাড়াই চাকরি | DRDO Recruitment

কেন ভিসা প্রদানে নিষেধাজ্ঞা?

বেশ কয়েকটি কূটনৈতিক সূত্র অনুযায়ী, সৌদি আরবে হজ চলাকালীন ভিসা প্রদানে নিষেধাজ্ঞার নেপথ্যে মূলত দুটি বড় কারণ রয়েছে। কী সেগুলি? সূত্র বলছে, গত বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিসা নিয়ে বহু মানুষ সৌদি আরবের হজ মরসুমে অংশগ্রহণ করেছিলেন। তারাই নাকি সৌদিতে গিয়ে বিভিন্ন অবৈধ কাজকর্ম করে এসেছেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ফলত, অতিরিক্ত ভিড় ঠেকাতে এবং নিরাপত্তাজনিত সমস্যা এড়াতে এবার প্রতিবেশীদের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করলো সৌদি। এছাড়াও দেশগুলির ব্যবসায়িক ও পারিবারিক ভিসার ক্ষেত্রে নাকি অনেকেই সৌদিতে অগ্রহণযোগ্য কাজকর্ম করেছেন, যা দেশটির জন্য সত্যিই অসম্মানের ও বড়সড় ক্ষতির।

READ MORE:  Bank Rules: SBI থেকে PNB, এপ্রিলে ৬টি বড় বদল আনছে ব্যাঙ্কগুলি! প্রভাব পড়বে গ্রাহকদের উপর | SBI, PNB, HDFC And Others Bank Changing Rules

সূত্র বলছে, বেআইনি কাজকর্মের জন্য সৌদির শ্রমনীতি ও অর্থনৈতিক বাজারে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তাই এবারে আর যাতে একই সমস্যা তৈরি না হয় সেজন্য আগেভাগে পরিকল্পনা ফেঁদে রাখল তেল আবিব।

সতর্কতা জারি করেছে সৌদি আরব

14টি দেশের ভিসায় নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি সৌদিতে ভ্রমণকারীদের প্রতিটি নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে সে দেশের সরকার। একই সাথে, হজ মরসুম চলাকালীন কেউ যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটান, এবং তা করলে পরবর্তীতে কেমন ফলাফল ভোগ করতে হবে সে বিষয়ে বাড়তি সতর্কতা দিয়ে রেখেছে সৌদি আরব প্রশাসন। সূত্রের খবর, সৌদিতে এসে অবৈধ কাজকর্ম করলে অভিযুক্তকে আগামী 5 বছরের জন্য দেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

অবশ্যই পড়ুন: দ্বিতীয় সেমির আগে আপুইয়া, মনবীরকে নিয়ে সুখবর মোহনবাগানে

উল্লেখ্য, ভ্রমণ নীতিমালা ও সুষ্ঠুভাবে হজ মরসুম সম্পন্ন করতে দেশগুলির ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করলেও সৌদি আরবের তরফে জানানো হয়েছে, যাঁদের কাছে ইতিমধ্যেই উমরাহ ভিসা রয়েছে, তাঁরা আগামী 13 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন।

READ MORE:  SECR Recruitment 2025: ভারতীয় রেলে মাধ্যমিক পাসে হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ, পরীক্ষা ছাড়াই চাকরি | Indian Railways Job
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.