বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমেরিকার জন্য সত্যিই উদ্বেগের! ভারত সফরে থাকাকালীন সম্প্রতি এমন মন্তব্য করেছেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড (Tulsi Gabbard)। ওপার বাংলায় হিন্দুদের ওপর নির্মম অত্যাচার ও মুসলিম চরমপন্থীদের বাড়-বাড়ন্তের প্রতি উদ্বেগ জানিয়ে তুলসী বলেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের হত্যা, নির্মম অত্যাচার, সংখ্যালঘুদের লুটপাট ও জমি বেদখলের ঘটনা আমেরিকার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন তুলসী
বর্তমানে ভারত সফরে রয়েছেন তিনি। দেশে এসেই প্রথমে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী। এরপরই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সাংবাদিকদের সাম্প্রতিক সাক্ষাৎকারে তুলসী বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের যেভাবে হত্যা করা হচ্ছে, তাদের ওপর যে হারে নির্যাতন চলছে তা আমেরিকার জন্য সত্যিই উদ্বেগের বিষয়।
মূলত ওপার বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনার প্রতি উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ইসলামিক সন্ত্রাস নিয়েও কথা বলেন আমেরিকান অফিসার। এদিন তুলসী আরও বলেন, আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদ নির্মূল করতে বদ্ধপরিকর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ইসলামিক সন্ত্রাস গড়ে উঠছে তা সত্যি আমেরিকার জন্য অস্বস্তির।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
এদিন ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একপ্রকার নিন্দার স্বরেই কথা বলেছেন তিনি। শুধুমাত্র হিন্দু নয়, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়গুলির করুণ অবস্থা নিয়ে কুণ্ঠা প্রকাশ করেছেন তুলসী। বাংলাদেশে সংখ্যালঘুদের যেভাবে হত্যা করা হচ্ছে, তাদের জমি বেদখলের ঘটনা থেকে শুরু করে লুঠপাট, সব নিয়েই উদ্বেগ প্রকাশ করেন গ্যবার্ড।
সংখ্যালঘু অত্যাচার নিয়ে বাংলাদেশের সাথে কথা বলছে আমেরিকা
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, আমেরিকান গোয়েন্দা প্রধান তুলসীর উদ্বেগ প্রকাশের পরই শোনা যাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য ধর্মের মানুষের ওপর হওয়া অত্যাচারের বিষয় নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা বলছে আমেরিকা। সূত্রের খবর, ইতিমধ্যেই মহম্মদ ইউনূস সরকারের সাথে আলোচনা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
তুলসীর মন্তব্যের বিরোধিতা করেছে বাংলাদেশ
সোমবার রাতে এক বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে জানানো হয়, আমেরিকান গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য যথেষ্ট উদ্বেগ ও হতাশার সঙ্গে শুনেছি আমরা। উনি এদেশে সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যার বিষয়ে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ বিভ্রান্তিকর। তুলসী বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিষয় নিয়েও কথা বলেছেন। এই মন্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য অত্যন্ত ক্ষতিকর।
অবশ্যই পড়ুন: ভারতে খেলার ইচ্ছে নেই ISL-র নায়ক স্টুয়ার্টের, তবে মোহনবাগানের জন্য রয়েছে আলাদা প্ল্যান
ইউনূস সরকারের তরফে এও দাবি করা হয় যে, আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসীর তরফে যে অভিযোগ করা হয়েছে তা সাধারণত কোনও প্রমাণের ওপর ভিত্তি করে করা হয়নি। ট্রাম্পের গোয়েন্দা প্রধান বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন সেখানে আমাদের দেশকে অন্যায় ও অতিরঞ্জিত ভাবে উপস্থাপন করা হয়েছে বলেই জানাই ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূস সরকার বলেছে, বিশ্বের অন্যান্য দেশগুলির মতোই বাংলাদেশও চরমপন্থীদের বিরোধিতা করে আসছে। দেশের মধ্যে চলা অন্যায়ের প্রতিবাদ করছে বাংলাদেশের সেনারাও।