লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাজার কাঁপাচ্ছে সুজুকির লিজেন্ডারি বাইক, ফেব্রুয়ারিতে বিক্রির রেকর্ড গড়ল হায়াবুসা

Published on:

জাপানি টু-হুইলির জায়ান্ট সুজুকি (Suzuki) তাদের অন্যতম জনপ্রিয় সুপারবাইক হায়াবুসা (Hayabusa) এর বিক্রির পরিসংখ্যা প্রকাশ করল। অন্যান্য দেশের মতো ভারতেও উচ্চবিত্তদের মধ্যে এই বাইক বেশ জনপ্রিয়। এককথায় স্টেটাসের প্রতীক বলা চলে। ২০২৫-এর ফেব্রুয়ারিতে অর্থাৎ গত মাসে এই বাইকের বিক্রি আগের বছর ফেব্রুয়ারির তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সুজুকি। শুধু তাই নয়, ২০২৪-২৫ সালের এপ্রিল-ফেব্রুয়ারি পর্যন্ত বাইকের উৎপাদনও বাড়িয়েছে সংস্থা।

READ MORE:  ভ্রমণপিপাসুদের জন্য উপযুক্ত বাইক এনেছে Hero, সহজেই পৌঁছনো যাবে পাহাড়-জঙ্গল

সুজুকি হায়াবুসার প্রোডাকশন

২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হায়াবুসার ৫৬৪টি ইউনিট উৎপাদন করেছে সুজুকি, যেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে একই সময়ে উৎপাদন হয়েছিল ২৫০টি ইউনিট। সুজুকির রিপোর্ট অনুযায়ী, গত মাসে হায়াবুসার মোট ৮৫টি ইউনিট উৎপাদন করা হয়েছে দেশে, যা ২০২৪ এর ফেব্রুয়ারির তুলনায় ১৮টি ইউনিট বেশি।

সুজুকি হায়াবুসার বিক্রি

দেশেরর অভ্যন্তরীণ বাজারে এই বাইকের বিক্রিতে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, সুজুকি ভারতে হায়াবুসার ৫৫ ইউনিট বিক্রি করেছে, যা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছিল ২৮ ইউনিট। ২০২৪-২০২৫ সালের এপ্রিল-ফেব্রুয়ারি সময়ে মোট অভ্যন্তরীণ বিক্রি ৪৬৩টি ইউনিটে দাঁড়িয়েছে, যা ২০২৩-২০২৪ সালের একই সময়ে ২৭৬টি ইউনিট ছিল।

READ MORE:  কলকাতা টু চেন্নাই মাত্র ৩ ঘণ্টায়, খরচ স্রেফ ৬০০ টাকা! ট্রেন-বিমানের বিকল্প হাজির

সুজুকি হায়াবুসার স্পেসিফিকেশন ও দাম

এই স্পোর্টস বাইকে রয়েছে ১৩৪০ সিসি ইঞ্জিন, যা ১৯০ হর্সপাওয়ার এবং ১৪২ এনএম টর্ক উৎপন্ন করতে পারে, সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। বাইকের সর্বোচ্চ গতি ৩০০ কিমি প্রতি ঘণ্টা। ২২৬ কেজি ওজন এই বাইকের। ফিচারের ক্ষেত্রে রয়েছে জিপিএস নেভিগেশন এবং সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। মূলত, পারফরম্যান্স এবং লুকের জন্য পরিচিত এই বাইক। কলকাতায় সুজুকি হায়াবুসার দাম ১৬. ৯০ লাখ টাকা (এক্স-শোরুম)।

READ MORE:  Hero Xpulse 210-এর ডেলিভারি কবে থেকে শুরু হচ্ছে? জানাল হিরো

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.