বাজার কাঁপাতে পুরো পাল্টে যাচ্ছে মধ্যবিত্তের প্রিয় গাড়ি! চমকে দেবে মাইলেজ ও ফিচার্স

দু’দশকের বেশি সময় ধরে দেশে বিক্রি হচ্ছে মারুতি সুজুকি ওয়াগনআর (Maruti WagonR)। গাড়িটি মধ্যবিত্ত ক্রেতাদের কাছে বিপুল জনপ্রিয়। সূত্রের দাবি, মারুতির এই টল বয় হ্যাচব্যাক এবার ভোল বদলে সম্পূর্ণ হাইব্রিড অবতারে বাজারে আসছে। দুর্ধর্ষ মাইলেজের পাশাপাশি থাকবে নতুন লুক এবং একগুচ্ছ ফিচার্স। বর্তমানে, এই হ্যাচব্যাকের ষষ্ঠ প্রজন্ম বিক্রি হচ্ছে বাজারে। যে নতুন মডেল আসতে চলেছে তাতে সম্পূর্ণ ভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  Maruti Car Price: Ertiga প্রেমীদের ঝটকা, অনেকটাই দাম বাড়াল Maruti, আজ বুক করলে কত বেশি দিতে হবে? | Maruti Suzuki Hike Ertiga Price

Maruti WagonR Hybrid

সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির দাবি, মাইলেজে উন্নতি হতে পারে এবং আজকালকার SUV এর মতো ঠাসা ফিচার্স থাকতে পারে, যা আকৃষ্ট করবে তরুণ ক্রেতাদের। এক প্রতিবেদন অনুযায়ী, আসন্ন মারুতি সুজুকি ওয়াগনআরে ৬৬০ সিসি পেট্রল ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর থাকতে পারে, যা সর্বোচ্চ ৬৪ হর্সপাওয়ার এবং ৮৭ এনএম টর্ক তৈরি করবে।

জাপানে যে হাইব্রিড ওয়াগনআর পাওয়া যায়

আপনাদের জানিয়ে রাখি, জাপানে, এই গাড়ি সুজুকি সোলিও নামে ১.২ লিটার, ৪ সিলিন্ডার পেট্রল ইঞ্জিন এবং একটি এসি সিঙ্ক্রোনাস মোটর-সহ পাওয়া যায়। পেট্রল মডেলটি সর্বোচ্চ ৯০ হর্সপাওয়ার এবং ১১৮ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। আর ইলেকট্রিক মোটরটি ৩ হর্সপাওয়ার এবং ৫০ এনএম টর্ক উৎপন্ন করে। ট্রান্সমিশন বিকল্পগুলির মধ্যে রয়েছে ই-সিভিটি এবং এজিএস।

READ MORE:  Hybrid SUV: ৩০ কিমি মাইলেজ, ৬টি এয়ারব্যাগ! Tata, Toyota-কে টেক্কা দেবে Maruti-র নতুন গাড়ি | Maruti Suzuki New Hybrid Model Fronx

গাড়ির ফিচার্স

নতুন ওয়াগনআর হাইব্রিডে একাধিক বৈশিষ্ট্য থাকবে। যেমন স্মার্টফোন কানেক্টিভিটি সহ টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, পিছনের সিটের এয়ার ভেন্ট, একাধিক কাপ হোল্ডার, ডোর পকেট, সিটের নীচে স্টোরেজ ট্রে, ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট, স্লাইডিং এবং রিক্লাইনিং সিট, ফ্যাব্রিক সিটের আপহোলস্ট্রারি, ডুয়াল এয়ারব্যাগ (স্ট্যান্ডার্ড), ইবিডি সহ এবিএস, ড্রাইভার অ্যাসিস্ট্যান্স, রিয়ার পার্কিং ক্যামেরা এবং পার্কিং সেন্সর।

READ MORE:  স্প্লেন্ডার-এর বিকল্প হয়ে উঠছে হোন্ডার এই বাইক, ফাটাফাটি মাইলেজ, দামও খুব কম | Honda Shine 100 Launch Date

ডিজাইন – বেস্ট কার ওয়েব

Scroll to Top