বাজার থেকে উঠে যাচ্ছে ২০০ টাকার নোট, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল রিজার্ভ ব্যাঙ্ক

২০০০ টাকার নোট বাতিলের পর আবারো একটি নতুন গুজব উঠেছে। সম্প্রতি ২০০ টাকা এবং ৫০০ টাকার নোটের জালিয়াতি বাজারে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বলে অভিযোগ উঠছে। এবার কি তাহলে ২০০ টাকার নোটকেও বাতিল করে দিচ্ছে সরকার? এই বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে।

২০০০ টাকার নোট বাতিলের সম্ভাবনা

সম্প্রতি বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে, ২০০ টাকার নোট বাতিল হয়ে যাচ্ছে। তবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এটি পুরোটাই গুজব। ২০০ টাকার নোট বাতিলের কোনরকম পরিকল্পনা আপাতত নেই। তবে এই নোটের জালিয়াতি বেড়ে যাওয়ায় জনগণকে সতর্কতা থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

READ MORE:  মাধ্যমিক পরীক্ষায় এবার নতুন নিয়ম, পরীক্ষার্থীদের নিতে হবে ১৪ দফা শপথ

জাল নোট কীভাবে শনাক্ত করবেন?

আপনার পকেটে থাকা ২০০ টাকার নোটটি জাল কিনা তা সনাক্ত করতে নিন্মলিখিত বৈশিষ্ট্যগুলির উপর নজর দিন-

  • নোটের বাঁদিকে দেবনগরী হরফে ২০০ লেখা থাকবে।
  • মাঝখানে মহাত্মা গান্ধীর স্পষ্ট ছবি থাকবে। 
  • মাইক্রো অক্ষরে লেখা থাকবে ‘RBI’, ‘Bharat’, ‘India’ এবং ‘200’।
  • ডানদিকে অশোক স্তম্ভের প্রতীক থাকবে।

কীভাবে সতর্ক থাকবেন?

জাল নোটের প্রচলন রোধ করতে ভারতীয় রিজার্ভ ব্যাংক জনগণকে পরামর্শ দিয়েছে-

  • লেনদেন করার সময় অবশ্যই নোটগুলি ভালোভাবে পরীক্ষা করুন।
  • জাল নোট পাওয়া গেলে তা স্থানীয় প্রশাসন বা নিকটবর্তী ব্যাংক শাখায় জানান।
READ MORE:  ৮ই মার্চের আগেই ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে ২৫০০ টাকা, কারা পাবে দেখে নিন

জালিয়াতি রোধে RBI-এর পদক্ষেপ

২০০০ টাকার নোট প্রত্যাহারের পর ভারতীয় রিজার্ভ ব্যাংক লক্ষ্য করেছে যে, ২০০ টাকা এবং ৫০০ টাকার জাল নোটের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই কারণেই মানুষকে সচেতন করতে এই নির্দেশিকা জারি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক।

RBI স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ২০০ টাকার নোট বাতিলের কোনরকম পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এটি সম্পূর্ণ ভুয়ো খবর। তবে জাল নোটের সংখ্যা কমানোর জন্য মানুষকে সচেতন থাকতে বলা হয়েছে।

READ MORE:  Bank Rules: UPI থেকে শুরু করে ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের নিয়ম, তালিকা জারি করল NPCI | Bank Rules Changing From 1st April
Scroll to Top