লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাজেট ২৫ হাজার টাকা, Realme GT 6T 5G থেকে OnePlus Nord CE 4 5G, সেরা পাঁচ 5G স্মার্টফোন দেখুন | Best 5G Smartphone Under 25000

Published on:

5G স্মার্টফোন কেনার পরিকল্পনা আছে কিন্তু বাজেট ২৫ হাজার টাকা? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা পাঁচটি অসাধারণ স্মার্টফোনের বিষয়ে বলবো, যেগুলো অ্যামাজনে ২৫,০০০ টাকার কমে মিলছে। তবে, এর জন্য ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে হবে। প্রতিবেদন উল্লেখিত ডিভাইসগুলি iQOO, OnePlus, Realme এবং Motorola ব্র্যান্ডের অন্তর্ভুক্ত।

২৫ হাজার টাকার মধ্যে 5G স্মার্টফোন

iQOO Neo 10R 5G

অ্যামাজনে আইকো নিও ১০আর ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৬,৯৯৯ টাকার পরিবর্তে ব্যাঙ্ক অফারের মাধ্যমে ২৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এই ডিভাইসে আছে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর এবং ৬৪০০ এমএএইচ ব্যাটারি।

READ MORE:  মাসিক কিস্তি সহ বাম্পার ডিসকাউন্ট, ২৫৬ জিবি মেমোরির Redmi, Realme, Vivo ফোনে ছাড়

Realme GT 6T 5G

অ্যামাজনে ফোনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৮,৯৯৮ টাকায় তালিকাভুক্ত রয়েছে। তবে কুপন ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে এটি ২৪,৯৯৯ টাকায় কেনা সম্ভব। ডিভাইসে ৬০০০ নিটস ব্রাইটনেস, স্ন্যাপড্রাগন ৭+ জেন ৩ প্রসেসর এবং ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Motorola Edge 50 Fusion 5G

অ্যামাজনে মোটোরোলা ফোনটির ১২ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৩,৫০০ টাকায় তালিকাভুক্ত আছে। ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে এর দাম আরও কমানো যেতে পারে। এতে ১৪৪ হার্টজ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্র্যাগন ৭এস জেন ২ প্রসেসর দেওয়া হয়েছে। এতে আইপি৬৮ ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং আছে। এই ডিভাইসে সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত।

READ MORE:  Realme GT 6T 5G: হোলি সেলে ১১ হাজার টাকা সস্তা Realme GT 6T 5G স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত রিয়ার ও সেলফি ক্যামেরা | Realme GT 6T 5G Holi Sale Discount Offer

OnePlus Nord CE 4 5G

অ্যামাজনে এই ওয়ানপ্লাস ফোনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। ব্যাঙ্কে অফারের সুবিধা নিয়ে এর দাম আরও কমানো যেতে পারে। এতে ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর এবং ৫৫০০ এমএএইচ ব্যাটারি আছে।

Nothing Phone (3a) 5G

নার্থিং ফোন (৩এ) ৫জি অ্যামাজনে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। এর সাথেও ব্যাঙ্ক অফার রয়েছে। এই ডিভাইসে ১২০ হার্টজ AMOLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর এবং ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

READ MORE:  ১৫ হাজার টাকার কমে ৮ জিবি র‌্যামের ফোন, Redmi 13 5G সহ Realme 13 5G আছে লিস্টে | 8GB RAM Mobile Phones Under 15000

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.